আবারও বিগ ব্যাশের শিরোপা সিডনি সিক্সার্সের ঘরে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
১৮ এপ্রিল ২৫
জেমস ভিন্সের ঝড়ো ইনিংসের ওপর ভর করে পার্থ স্কর্চার্সকে হারিয়ে আবারও বিগ ব্যাশের শিরোপা জিতল সিডনি সিক্সার্স। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পার্থকে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে সিডনি।
তাদের দেয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পার্থ থামে ১৬১ রানে। এর ফলে টানা দ্বিতীয় বিগ ব্যাশ শিরোপার স্বাদ পেয়েছে সিডনি। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় শিরোপা।
টস হেরে ব্যাট করতে নেমে সিডনির ইনিংস একাই টেনেছেন ভিন্স। যদিও ৫ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। কারণ এই ৫ রানের জন্য সেঞ্চুরির স্বাদ পাননি তিনি।

ভিন্সের ৬০ বলে খেলা এই ইনিংসটি সাজানো ছিল ১০টি চার এবং ৩টি ছক্কায়। আগের ম্যাচেও এমন এক আক্ষেপে পুড়েছিলেন তিনি। সেই ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ৯৮ রানে।
ভিন্সের আগুনে ব্যাটিংয়ের দিনে দলের অন্যকেউ ২০ রানের কোটাই পেরুতে পারেনি। সিডনির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন ক্যামেরন ব্যানক্রফট ও লিয়াম লিভিংস্টোন। প্রথম চার ওভারেই এই দুজনে তুলে নেন ৪৩ রান।
এরপর ১৯ বলে ৩০ রান করা ব্যানক্রফট ফিরে গেলে পার্থের রানের চাকা কিছুটা স্থবির হয়ে পড়ে। এরপর লিভিংস্টোন ৪৫ করে আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি পার্থ।
এই দুজনকেই ফিরিয়েছেন জ্যাকসন বার্ড। এরপর যদিও পার্থের ইনিংসে ধস নামিয়েছেন বেন ডোয়ারসাস। তিনি শিকার করেছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন বার্ড, শন অ্যাবোট এবং ক্রিস্টিয়ান।