promotional_ad

রোহিতের সেঞ্চুরির পর, শেষ বিকেলে ভারতের হোঁচট

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে ভারত। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার ১৬১ রানের সুবাদে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩০০ রান। যদিও শেষ বিকেলে ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা হোঁচট খেয়েছে স্বাগতিকরা।


৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। তাঁর সঙ্গী হিসেবে আছেন এই ম্যাচে অভিষেক ঘটা স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনি ৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহ বড় করার চেষ্টা করবেন।


চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ইংল্যান্ডের অভিষিক্ত পেসার অলি স্টোনের গুড লেন্থের একটি বল শুভমান গিলের প্যাডে গিয়ে আঘাত হানে।


ফলে রানের খাতা খোলার আগেই গিলের উইকেট হারায় তারা। স্টোনও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেট লাভ করেন। তৃতীয় উইকেটে খেলতে নেমে ইনিংস শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন চেতেশ্বর পূজারা। যদিও ২১ রানের বেশি করতে পারেননি তিনি।


promotional_ad

জ্যাক লিচের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর দলীয় ১ রানের মধ্যেই বোল্ড আউট হয়ে যান কোহলি। মইন আলীর অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটি বলে টার্ন করে স্ট্যাম্পে আঘাত হানে। ফলে ০ রান করেই ফিরে যান ভারতের অধিনায়ক।


৮৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দিনের প্রথম সেশনে বেশ বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর আজিঙ্কা রাহানেকে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন রোহিত। চতু্র্থ উইকেট জুটিতে দুজনই যোগ করেন ১৬২ রান। শুরু থেকেই আক্রমণাত্বক খেলা রোহিত এরই মধ্যে তাঁর ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে নেন।


দলীয় ২৪৮ রানের মাথায় ১৬১ রান করে লিচের বলে মইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রোহিত আউট হওয়ার পরের ওভারেই আউট হয়ে যান রাহানে। কোহলির পর মইনের বলে আবারো বোল্ড হয়ে ৬৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।


এরপর রবিচন্দ্রন অশ্বিনও বেশিক্ষন উইকেটে টিকে থাকতে পারেননি। ১৩ রান করে জো রুটের বলে আউট হয়ে যান তিনি। ফলে শেষ বিকেলে ৪০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ৬ নম্বরে ব্যাট করতে নামা পান্ত আর কোন বিপর্যয় ঘটতে দেননি।


অক্ষরকে নিয়ে প্রথম দিন শেষ করেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন লিচ ও মইন। অভিষিক্ত স্টোন এবং দলীয় অধিনায়ক রুটের নিয়েছেন ১ টি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম দিনে (১ম ইনিংস): ৩০০/৬ (৮৮ ওভার) ( রোহিত ১৬১, রাহানে ৬৭, পান্ত ৩৩*, পূজারা ২১, অশ্বিন ১৩; লিচ ২/৭৮, মইন ২/১১২)


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball