নিলাম শেষে আইপিএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শেষ হয়েছে বৃহস্পতিবার। চেন্নাইয়ে অনুষ্ঠিত এই নিলামে অংশ নিয়েছিলেন ২৯৮ জন ক্রিকেটার। এর মধ্যে ৫৭ জন ক্রিকেটার দল পেয়েছেন। এবারের নিলামে সবচেয়ে বড় চমক ক্রিস মরিস।
তাঁকে রেকর্ড ১৬.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। মরিসকে নিতে লড়াই চলেছে ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়ালস এবং মুম্বাইয়ের মধ্যে। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন মরিস। একই দলের হয়ে আইপিএল খেলতে দেখা যাবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। তাঁকে ভিত্তিমূল্য ১ কোটিতে দলে ভিড়িয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাঁকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এই দুজনকে কিনলেও বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের নামই ওঠেনি আইপিএলের নিলামে।
এদিকে, নিলামের প্রথম সেট থেকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটেলস। আগের আসরের মতো এবারও চড়া মূল্যে বিক্রি হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে ১৪.২৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে চমক দেখানো মঈন আলিকে ৭ কোটি দিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। এদিকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস নিয়েছে শিভাম দুবেকে। দেড় কোটি রুপিতে ডেভিড মালানকে নিয়েছে পাঞ্জাব কিংস। এবারের নিলামে তৃতীয় সেটে বিক্রি হননি কোনো উইকেটরক্ষক।
চতুর্থ সেটে অ্যাডাম মিলনেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর পরই ১৪ কোটিতে পাঞ্জাব দলে নেয় ঝাই রিচার্ডসনকে। মুম্বাই অবশ্য খুব বুঝেশুনে দল গুছিয়েছে। তারা ৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইলকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এক কোটি রুপিতে উমেশ যাদবকে নিয়েছে দিল্লী ক্যাপিটেলস। ২ কোটি ৪০ লক্ষ রুপিতে পীযুষ চাওলাকে নিয়েছে মুম্বাই। আন ক্যাপড ক্যাটাগরি থেকে শাহরুখ খানকে দলে নিয়েছে পাঞ্জাব। ২০ লক্ষ রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠা এই তরুণকে ৫ কোটি ২৫ লক্ষ রুপি দিয়ে দলে নেয় বলিউড কুইন প্রিতী জিনতার দল পাঞ্জাব।
আনক্যাপড ক্যাটাগরি থেকে ২০ লাখ রুপিতে আজহারউদ্দিনকে দলে ভিড়িয়েছে কোহলির বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে ভারতের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে। ১৫ কোটিতে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভিড়িয়েছে কাইল জেমিসনকে।
৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে কিউই পেসার জিমি নিশামকে দলে ভিড়িয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ডাকে অবিক্রিত থাকা হরভজন সিংকে ২ কোটিতে দলে ভিড়িয়েছে কলকাতা। ২০ লাখ রুপিতে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

রিটেইন ক্রিকেটার: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাড্ডিকাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জশুয়া ফিলিপ, পবন দেশপাণ্ডে, শাহবাজ আহমাদ, অ্যাডাম জাম্পা, হার্শা??? প্যাটেল, ড্যানিয়েল শামস।
নিলাম থেকে- গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ আজহারউদ্দিন, কাইল জেমিসন, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, সুয়াস প্রভূদেশাই, শ্রীকার ভারত, কেন রিচার্ডসন, শচিন বেবি, রজত পাডিদার।
সানরাইজার্স হায়দরাবাদ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বাসিল থাম্পি, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীষ পান্ডে, মোহাম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাতস গোস্বামী, সিদ্ধার্থ কৌউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নাটারাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আবদুল সামাদ, মিচেল মার্শ, প্রিয়াম গার্গ, বিরাট সিং, জেসন হোল্ডার, ভূবনেশ্বর কুমার।
নিলাম থেকে- জগাদীশা শুচিথ, মুজিব উর রহমান, কেদার যাদব
দিল্লি ক্যাপিটেলস:
রিটেইন ক্রিকেটার: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আভিষ খান, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবদা, পৃথ্বী শ, রবিচন্দ্রন আশ্বিন, ঋষভ পান্ত, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, অ্যানরিক নরকিয়া।
নিলাম থেকে- স্টিভ স্মিথ, উমেশ যাদব, মানিমারান সিদ্ধার্থ, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস ওকস, প্রবীন দুবে, রিপাল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লোকমান মেরিওয়ালা।
কলকাতা নাইট রাইডার্স:
রিটেইন ক্রিকেটার: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিংকু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মরগান (সি), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী।
নিলাম থেকে-সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ভাইভাব আরোরা, করুন নায়ার, হরভজন সিং, ভেঙ্কাতেস আইয়ার, পবন নেগী, বেন কাটিং, টিম সেইফার্ট।
রাজস্থান রয়্যালস:
রিটেইন ক্রিকেটার: সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জোফরা আর্চার, জস বাটলার, রায়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াতিয়া, মহিপাল লোমরর, কার্তিক তিয়াগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে, জয়স্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মানান ভোহরা।
নিলাম থেকে- শিভাম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, আকাশ সিং, কুলদীপ যাদব।
পাঞ্জাব কিংস:
রিটেইন ক্রিকেটার: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভা সিমরন সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নলকান্দে, রবি বিষ্ণ, মুরুগান অশ্বিন, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কিশান পোরেল।
নিলাম থেকে- ডেভিড মালান, ঝাই রিচার্ডসন, ময়েজেস হ্যানরিক্স, জালাজ সাক্সেনা, উৎকার্ষ সিং, ফ্যাবিয়েন অ্যালেন, সৌরভ কুমার, রাইলি মেরেডিথ, শাহরুখ খান।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রিটেইন ক্রিকেটার: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ক্রিস লিন, আনমলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, আদিত্য তারে, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, অনুকুল রায়, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, মহসিন খান।
নিলাম থেকে- অ্যাডাম মিলনে, নাথান কুল্টার নাইল, পীযুষ চাওলা, জিমি নিশাম, যুদভীর সিং, মার্কো জানসেন, অর্জুন টেন্ডুলক...
চেন্নাই সুপার কিংস:
রিটেইন ক্রিকেটার: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, নারায়ন জগদীশন, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিদি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াদ, শার্দুল ঠাকুর , জশ হ্যাজেলউড, সাই কিশোর, স্যাম কারান, রবিন উথাপ্পা।
নিলাম থেকে- মঈন আলী, চেতেশ্বর পূজারা, হরিশঙ্কর রেড্ডি, ভাগাথ ভার্মা, হরি নিশান্থ, কৃষ্ণাপ্পা গৌতম।