আইপিএল নাকি টেস্ট, ধৈর্য ধরার পরামর্শ উইলিয়ামসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফ খেলার সূচির কারণে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে খেলবেন না কেন উইলিয়ামসন। দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যে কারোরই পচ্ছন্??? নয়। উইলিয়ামসনেরও নয় তবে এই পরিস্থিতিতে টেস্ট খেলবেন কিনা আইপিএল তা সময়ই বলে দেবে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের ২ জুন ইংল্যান্ড সফর করবে নিউজিল্যান্ড। সেই সফরে ইংলিশদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। সেই সময়টা মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে এটি ( আইপিএল) শুরু হবে এপ্রিলের মাঝামাঝি বা শেষ সময়। যা পুরো মে মাস ধরে চলবে। সেক্ষেত্রে টুর্নামেন্টির প্লে অফ অনুষ্ঠিত হতে পারে জুনের শুরুতে।

তাইতো উইলিয়ামসনও এখনো নিশ্চিত নন তিনি আইপিএল প্লে অফ খেলবেন নাকি দেশের হয়ে লর্ডস টেস্ট। যদিও দেশের পরিবর্তে আইপিএল তাঁর কাছে পচ্ছন্দসই নয়। তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলকে বেছে নিতেই পারেন তিনি। তবে ভবিষ্যৎ পরিস্থিতিতে কি ঘটতে চলেছে এজন্য সকলকে অপেক্ষা করতে বলেছেন এই কিউই অধিনায়ক।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
উইলিয়ামসন বলেন, 'সম্ভবত এটি পছন্দসই জিনিস নয়।(দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে আইপিএল)। আমি জানি যে কবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনাটি তখন ছিল না। তবে আমি দেখেছি, আপনি যুগে যুগে অনেক পরিকল্পনা করতে পারেন এবং খুব কম সময়ই সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটে।'
তিনি আরও বলেন, 'আমাদের পক্ষে এটি যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাইয়ে নেয়া যায়। কোন সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি ঘটতে চলেছে, কখন তারিখ চূড়ান্ত হতে চলেছে। তবে বাস্তব পরিস্থিতি হলো আপনার চারপাশে সংগঠিত সকল ক্রিকেট খেলার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। এখন আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।'
এবারের আইপিএলে খেলছেন উইলিয়ামসনসহ ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন এবং টিম সেইফার্টের মতো ক্রিকেটাররা। যদি তাদের দল প্লে অফে খেলে তবে আইপিএলকেই প্রাধান্য দেবেন তারা। আর যাদের দল প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা দেশের হয়ে টেস্ট ম্যাচে অংশ নিতে পারে। কেননা ইতোমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের ক্রিকেটারদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে।