promotional_ad

১৪ কোটি রুপিতে কত ডলার, উত্তর খোঁজায় মগ্ন ছিলেন রিচার্ডসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

১৪ ঘন্টা আগে
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে ১৪ কোটি রুপিতে ঝাই রিচার্ডসনকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। নিলামে রিচার্ডসনের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংসের টানাটানিতে সেই মূল্য বেড়েছে কয়েকগুণ।


শেষ পর্যন্ত ১৪ কোটি রুপিতে পাঞ্জাব দলে ভেড়ায় রিচার্ডসনকে। অস্ট্রেলিয়ান মুদ্রাতে সংখ্যার হিসেবে যা প্রায় আড়াই মিলিয়ন ডলার! আকাশছোঁয়া মূল্য পাওয়া এই পেসার নিলাম চলাকালীন সময়ে কত রুপিতে কত ডলার সেই অঙ্ক মেলাতে ব্যস্ত ছিলেন। তবে বারবার চেষ্টা করেও নিজের পারিশ্রমিকের পরিমাণ বের করতে পারেননি তিনি।


আইপিএলের নিলামে তাঁর চেয়ে বেশি মূল্যে দল পেয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার। নিলামে বড় মূল্য যে পেতে যাচ্ছেন এই অজি ক্রিকেটার তা কিছুটা প্রত্যাশিতই ছিল। বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চারসের পক্ষে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন এই পেসার ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।


promotional_ad

এর ফলেই তাঁর ওপর চোখ পড়েছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। তাঁকে কত টাকায় তাঁকে কেনা হয়েছে তা বের করতে অবশ্য বেগ পোহাতে হয়েছে রিচার্ডসনকে। অঙ্ক না মিললেও হুট করে মিলেনিয়ার হয়ে গিয়ে বেশ উচ্ছ্বসিত এই অজি পেসার। 


এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আবেগ সব দখল করে নিচ্ছিল। আমি দ্বিতীয়বার চেক করলাম, তৃতীয় বার, এমনকি চতুর্থ তম বারের মতো চেক করলাম। কিছুটা সময় চলে গেলেও এটা (নিলাম) থামছিল না। আমি কাগজে হিজিবিজি লিখছিলাম, আমার হাতগুলো উত্তেজনায় কাঁপছিল’- আইপিএল নিলাম শেষে নিজের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে ঠিক এমনটাই বলেছেন রিচার্ডসন।


আইপিএলে এত চড়া মূল্যে কোন দল তাঁকে দলে ভেড়াবে তা মোটেও প্রত্যাশিত ছিল না রিচার্ডসনের কাছে। তবে নিলামে বাড়তে থাকা দামের প্রক্রিয়াটা বেশ ভালোই উপভোগ করেছেন এই পেসার। একটা সময়ে চেয়েছেন নিলামে তাঁর দাম আরো বাড়লে মন্দ হতো না।


তিনি বলেন, ‘কী হতে যাচ্ছে সেটা জানতাম না। মনে হচ্ছিল যেন ২০ মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো দল প্যাডল তুলছে না। অথচ ১০ সেকেন্ড পরেই প্যাডল উঠেছিল। কিন্তু আমার মনে হচ্ছিল অনন্তকাল কেটে গিয়েছে। এরপর শুধু আশা করেছি, এটা আরও ওপরে উঠুক।’


অস্ট্রেলিয়ার পক্ষে ২টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিচার্ডসন। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball