২০২৩ বিশ্বকাপ পর্যন্ত স্পন্সর খুঁজছে বিসিবি
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়েছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি। আজ (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করে। দুই কোটি টাকার চুক্তিতে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্যে টাইগারদের জার্সিতে ইভ্যালির নাম শোভা পাবে।
২০১৯ বিশ???বকাপের পর থেকেই স্থায়ী কোনো পৃষ্ঠপোষক নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া ঐ বিশ্বকাপ পর্যন্ত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। এরপর জাতীয় দলের জার্সিতে যোগ হয়েছে আকাশ বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠানের নাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজেও বেক্সিমকোর নাম সম্বলিত জার্সি পড়ে খেলেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আবার পৃষ্ঠপোষক ছাড়াও খেলতে দেখা গেছে টাইগারদের। যদিও নিউজিল্যান্ড সিরিজের পর আর সিরিজ ভিত্তিক চুক্তিতে যাবে না বিসিবি। অন্তত ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক খুঁজছে তারা।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধঘুরি বলেন, 'আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাব। আমরা খুব শীঘ্রই, অন্তত ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দলের পৃষ্ঠপোষক পেয়ে যাব। করোনার কারণে এফটিপি সূচীতে একের পর এক এক সিরিজ বাতিল হয়ে যাচ্ছিল। যেহেতু এফটিপিটা দলের পৃষ্ঠপোষকের সঙ্গে সম্পর্কিত, তাই আমাদের হাতে বিকল্প খুব বেশি ছিল না।'
তিনি আরো বলেন, 'হয়তো দুই বছরের জন্যে একটা পৃষ্ঠপোষক পাওয়া যেত, তবে সেক্ষেত্রে সঠিকভাবে পেতাম না। আমরা মহামারি শেষে যখন সবকিছু স্বাভাবিক হবে তখন দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমরা খোঁজা শুরু করেছি। আশা করছি পরবর্তী সিরিজের আগে পৃষ্ঠপোষকের নাম নিশ্চিত করব করতে পারবো।’
সামনের সময়গুলোতে খুব ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৩ বিশ্বকাপ ছাড়াও রয়েছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। এতগুলো বড় বড় আসর সামনে রেখে পৃষ্টপোষকের মাধ্যমে লাভবান হওয়ার আশা দেখছে বিসিবি। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানান নিজাম।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'করোনার কারণে সব প্রতিষ্ঠানের কিছুটা সীমাবদ্ধতা চলে এসেছে, বাজেটেও সীমাবদ্ধতা চলে এসেছে। সেই প্রেক্ষাপটে আমরা অপেক্ষা করছিলাম। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এশিয়া কাপ-বাংলাদেশ দলের যতগুলো খেলা আছে সবকিছু বিবেচনা করেই দলের নতুন পৃষ্ঠপোষক কোঁজা হচ্ছে।'