আইপিএলে দল পাননি কনওয়ে, অনুশোচনায় পুড়ছেন নিশাম!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
ব্যাট হাতে ফর্মের তুঙ্গে রয়েছেন ডেভন কনওয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে রীতিমত রানের বন্যা বইয়ে দিয়ে চলেছেন তিনি। এমনকি তার ৫৩ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ রানের জয় পেয়েছে কিউরা। একই সঙ্গে কনওয়ে গড়েছেন টানা পাঁচ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরির রেকর্ড।
গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের নিলাম। ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যে ঐ নিলামে উঠেছিল কনওয়ের নাম কিন্তু ৮ দলের কোন ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেননি। তাইতো তারই সতীর্থ জিমি নিশাম মনে করছেন, আর কিছুদিন পরে আইপিএলের নিলাম হলে বেশ ভালো দাম পেতেন কনওয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে বাঁহাতি এই ব্যাটসম্যানের। শেষ পাঁচ টি-টোয়েন্টিতে তার ইনিংসগুলো যথাক্রমে- ৯৩*, ৯১*, ৬৯*, ৫০ এবং ৯৯*! এর মাধ্যমে প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা পাঁচটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

তাইতো আইপিএলে দল না পাওয়ায় কনওয়ের জন্য বেশ অনুশোচনায় পুড়ছেন নিশাম। এমনকি দল পাওয়াটা তার যোগ্য ছিল বলেও মনে করেন এই কিউই অললাউন্ডার। তিনি এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের ১৪তম আসরে মাঠ মাতাবেন।
এ প্রসঙ্গে নিশাম বলেন, 'আইপিএলের নিলামটি কয়েক মাস পরে হলে এটি অন্যরকম গল্প হতে পারত। ওয়েলিংটন এবং নিউজিল্যান্ড উভয়ের হয়েই তাঁর সাথে খেলতে পেরে আমি অবশ্যই খুশি। তাকে বোলিং করার চেয়ে বরং উইকেটের অন্য প্রান্ত থেকে তার ব্যাটিং দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।'
নিশাম আরো বলেন, 'গত কয়েকমাসে সে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে যা যা করেছে তা সে বেশ স্পষ্টভাবেই দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে গ্রীষ্মের প্রথম দিকে আন্তর্জাতিক পর্যায়ে এস তার পারফরম্যান্স বেশ চিত্তাকর্ষক ছিল। আইপিএলে দল পাওয়াটা তার যোগ্যই ছিল।'
শুধু আন্তর্জাতিক নয় ঘরোয়া ক্রিকেটেও দারুণ সফল দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই কিউই ব্যাটসম্যান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে পা দেয়ার পর তার ব্যাট থেকে এসেছে ৩৫২ রান। ধরণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেক ঘটতে পারে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের।