যেকোনো কন্ডিশনে ভালো করা সম্ভব: সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান
২৬ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশ ছাড়ছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ভালো করা বরাবরই কঠিন। বিশেষ করে যারা উপমহাদেশ থেকে খেলতে যায় তাঁদের জন্য সেটি আরও কঠিন হয়।
কারণ উপমহাদেশের বেশিরভাগ উইকেটই স্পিন বান্ধব হয়ে থাকে। আর কিউইদের মাটিতে বরাবরই প্রাধান্য পায় পেসাররা। উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকায় ভালো করার সুযোগ থাকে। তবে মোহাম্মদ সাইফউদ্দিন মনে করছেন, ভালো বোলিং করলে যেকোনো উইকেটেই ভালো করা সম্ভব।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই, আপনি যদি ভালো করেন যেকোন কন্ডিশনে, যে কোন উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন এবং লেন্থে করতে না পারেন তাহলে খারাপ হবে স্বাভাবিক। যেটা হবে আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো।’
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১০ ঘন্টা আগে
বোলিংয়ে ভালো করলেও এখনও ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে পারেননি সাইফউদ্দিন। ব্যাটিং নিয়ে খুব বেশি মনোযোগ না দিলেও বোলিং নিয়ে বেশ সিরিয়াস তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশা আল্লাহ, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।’
কিউইদের বিপক্ষে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে দলে রাখা হয়েছে তাসিকন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমানসহ ৭ পেসারকে। তবুও দলে জায়গা পাওয়া নিয়ে খুব বেশি শঙ্কিত নন এই অলরাউন্ডার।
সুযোগ পেলে নিজের সেরাটা দেবেন জানিয়েছেন তিনি বলেন, ‘না এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা ভালো মনে হবে সেটাই হবে। তবে ইনশাআল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’