কিছুই অসম্ভব না: তামিম
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১১ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আসন্ন এই সিরিজকে সামনে রেখে নিজেদের পরিকল্পনার কথা খোলাসা করেছেন তামিম ইকবাল।
বেশ কয়েকটি সিরিজ খেলে ফেললেও কিউইদের বিপক্ষে এখনও জয় শূন্য বাংলাদেশ। এবার সেই পরিসংখ্যান বদলে দিতে চান বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।

উপমহাদেশের দলগুলোর জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই কঠিন। তবুও তাদের মাটিতে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করেন তামিম।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।'
নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই পেসবান্ধব। সেখানে পেসাররাই ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন। এর ফলে বাংলাদেশও এক ঝাঁক পেসার নিয়ে নিউজিল্যান্ড গেছে। দলে আছেন মোট.৭ পেসার।
অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের সঙ্গে আছেন আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন।