রোড সেফটি সিরিজে উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৭ ঘন্টা আগে
২০২০ সালে শুরু হয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। যদিও করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টের মাঝ পথেই স্থগিত করা হয়েছিল সাবেক ক্রিকেটারদের এই সিরিজ। তবে মহামারী কাটিয়ে নতুনভাবে শুরু হতে যাচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।
যেখানে নতুন দল হিসেবে অংশ গ্রহণ করছে বাংলাদেশও। আগামী ৫ মার্চ থেকে ভারতের রায়পুর, ছত্তিশগড়ে শুরু হবে এই টুর্নামেন্ট। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
সিরিজটিতে বাংলাদেশ ও স্বাগতিক ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজসহ শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ লিজেন্ডস নামে সাবেক টাইগার ক্রিকেটারদের নিয়ে গড়া দল।

১৬ মার্চ পর্যন্ত চলা গ্রুপ পর্বের খেলা শেষে শীর্ষে থাকা চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৭ এবং ১৯ মার্চে অনুষ্ঠিত হওয়া দুই সেমিফাইনালের পর ২১ মার্চ মাঠে গড়াবে ফাইনাল। সারা বিশ্বেই সড়ক দূর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারান অনেকে।
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
২২ মিনিট আগে
সেই সঙ্গে আহতও হন অনেক মানুষ। অনেক ক্ষেত্রে তাদের অবহেলাই দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সারা বিশ্বের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই সিরিজটি আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে রয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১ এর পূর্ণাঙ্গ সূচি:
তারিখ ম্যাচ
মার্চ ৫ ইন্ডিয়া লিজেন্ডস-বাংলাদেশ লিজেন্ডস
মার্চ ৬ শ্রীলঙ্কা লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
মার্চ ৭ বাংলাদেশ লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
মার্চ ৮ শ্রীলঙ্কা লিজেন্ডস-সাউথ আফ্রিকা লিজেন্ডস
মার্চ ৯ ইন্ডিয়া লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
মার্চ ১০ বাংলাদেশ লিজেন্ডস-শ্রীলঙ্কা লিজেন্ডস
মার্চ ১১ ইংল্যান্ড লিজেন্ডস-সাউথ আফ্রিকা লিজেন্ডস
মার্চ ১২ বাংলাদেশ লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
মার্চ ১৩ ইন্ডিয়া লিজেন্ডস-সাউথ আফ্রিকা লিজেন্ডস
মার্চ ১৪ শ্রীলঙ্কা লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
মার্চ ১৫ বাংলাদেশ লিজেন্ডস-সাউথ আফ্রিকা লিজেন্ডস
মার্চ ১৬ ইংল্যান্ড লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
মার্চ ১৭ প্রথম সেমিফাইনাল
মার্চ ১৯ দ্বিতীয় সেমিফাইনাল
মার্চ ২১ ফাইনাল