promotional_ad

নিউজিল্যান্ডের ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান হতে চান জেমস নিশাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু জেমস নিশাম জাতীয় দলে নিয়মিত হয়েছেন ২০১৯ সাল থেকে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই অলরাউন্ডার সুযোগ পেয়েও লুফে নিতে পারেননি। বাদও পড়েছেন বেশ কয়েকবার। আবার ফিরেছেনও কিন্তু গল্পটা বদলাতে পারেননি। তবে ২০১৯ সাল থেকে ক্যারিয়ারের মোড় বদলাতে শুরু করে তার।


রঙিন জার্সিতে নিয়মিত হয়ে ওঠা নিশাম এবার নিজেকে আরও ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছেন। আধুনিক যুগের ক্রিকেটার হওয়ার লক্ষ্যেই নিজেকে গড়ে তুলছেন। নিজেকে বানাতে চান জস বাটলার-এবি ডি ভিলিয়ার্সদের মতো। ৩৬০ ডিগ্রী ক্রিকেটার হওয়ার লক্ষ্য এখন এই অলরাউন্ডারের। 


সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং দিয়ে ঝড় তুলেছিলেন নিশাম। ক্রিজে নেমেই প্রথম ৩ বলে হাঁকিয়েছেন ৩ ছক্কা। খেলেছেন ১৬ বলে ৪৫ রানে ঝড় ইনিংস। বোলিংয়েও নিয়েছেন ২টি উইকেট। একজন পরিপক্ব অলরাউন্ডার হয়ে ওঠার লক্ষ্যেই নিজেকে ভেঙে গড়ার চেষ্টায় আছেন তিনি।


promotional_ad

এতো বছরের ক্যারিয়ারে লেগ সাইডে বেশি শক্তিশালী হলেও নিশাম এখন পুরো মাঠে খেলার চেষ্টা করছেন। নিশাম বলেন, ‘আধুনিক ক্রিকেটে আমি যেটা করছিলাম তা হয়তো যথেষ্ট ছিল না। যে শুধু লং অন আর কাও কর্নার দিয়েই ছক্কা হাঁকাতে পারে। আমি এগুলোর সঙ্গে নতুন কিছু যুক্ত করার চেষ্টা করছি। কিন্তু এখনও আমি লেগ সাইডের ব্যাটসম্যান।'


'আমি চেষ্টায় আছি নিজের খেলার ধরন বদলানোর। বিশ্বের সেরা খেলোয়াড়রা এখন পুরো মাঠেই খেলে। যেমন জস বাটলার, সে ৩৬০ ক্রিকেটার। পুরো মাঠে সে রান বের করতে পারে। আমিও এমন কিছু করতে চাই। নিজের খেলাকে উন্নত করতে এর বিকল্প নেই।'


২০১২ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া নিশাম দেশের হয়ে খেলেছেন মাত্র ২৬টি টি-টোয়েন্টি। ২০১৩তে ওয়ানডে ক্যাপ পাওয়া এই অলরাউন্ডার এই ফরম্যাটে খেলেছেন ৬৩টি ওয়ানডে। নিশামকে টেস্টেও পরখ করেছিল নিউজিল্যান্ড। কিন্তু সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার। 


২০১৪ সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র ১২টি টেস্ট। মাত্র একটি সেঞ্চুরি হাঁকানো এই অলরাউন্ডারের টেস্টে গড় ৩৩.৭৬। সর্বশেষ খেলেছেন ৪ বছর আগে ভারতের বিপক্ষে। এবারের আইপিএলও দল পেয়েছেন নিশাম। 


মাত্র ৫০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে মুবাই ইন্ডিয়ান্স। সর্বপ্রথম খেলেছিলেন ২০১৪ সালে দিল্লী ক্যাপিটালসে। সেই মৌসুমে ৪ ম্যাচ খেলার সুযোগ পেলেও পরের মৌসুমে তাকে ছেঁড়ে দেয় দলটি। এর ৫ মৌসুম পর ২০২০ সালে তাকে দলে নেয় পাঞ্জাব। কিন্তু সেখানেও মাত্র ৫ ম্যাচে নিশাম করেন মাত্র ১৯ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball