করোনার সংক্রমণে সূচি বদলালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
নিউজিল্যান্ডের অকল্যান্ডে জেঁকে বসেছে করোনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন রাজ্যটিতে সাত দিনের লকডাউন ঘোষণা করেছেন। এর ফলে আগামী সপ্তাহে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোর ভেন্যু এবং সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন ভেন্যুতে দর্শকশূন্য গ্যালারিতেই অনুষ্ঠিত হবে সকল ম্যাচগুলো। আগামী সপ্তাহে এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো। যদিও দেশটির ক্রিকেট বোর্ড সিরিজ সম্পন্ন করা নিয়ে বদ্ধ পরিকর।

লকডাউনে চলে যাওয়া অকল্যান্ড থেকে তৃতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে ওয়েলিংটনে। নতুন সূচী অনুযায়ী আগামী বুধবার অজিদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে কেন উইলিয়ামসনদের দল। এখন পর্যন্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১৮ ঘন্টা আগে
দুই ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ম্যাচের আগে নতুন করে করোনার উপদ্রব দেখা দেয়ায় এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ায় দেশটির সতর্ক সঙ্কেত ৩ এর অধীনে নিউজিল্যান্ড সরকার এই লকডাউন ঘোষণা দিয়েছে।
অকল্যান্ড বাদে দেশটির অন্যান্য রাজ্যগুলো অবশ্য থাকবে সতর্ক সঙ্কেত ২ এর অধীনে। অর্থাৎ পুরোপুরি লকডাউন না হলেও মানা হবে করোনার বাড়তি সব সতর্কতা। এ ছাড়া এই লকডাউনের প্রভাব পরেছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড নারী দলের মধ্যকার সিরিজেও।
নতুন সূচী অনুযায়ী আগামী রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে এই দল মুখোমুখি হবে ডানেডিনে। চলতি মাসের শুরুর দিকেও লকডাউনে ছিল অকল্যান্ড। করোনার কারণে এবারই প্রথম প্রভাব পড়েছে নিউজিল্যান্ডের কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে। অবশ্য এর মাঝেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। মার্চে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ২২ গজের লড়াই শুরু হবে টাইগারদের।