মরগান-স্টোকসদের ব্যাটিং কোচ ট্রেসকোথিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের জন্য তিনজন বিশেষজ্ঞ কোচ নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রধান কোচ ক্রিস সিলভারউড ও সহকারী কোচ পল কলিংউড এবং গ্রাহাম থর্পের অধীনে থেকে পূর্ণকালীন মেয়াদে ইংল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হবেন তারা।
ইংলিশদের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিক। আরেক ইংলিশ সাবেক পেসার জন লুইস সামলাবেন পেস বোলারদের দায়িত্ব। আর স্পিনারদের দেখভাল করবেন নিউজিল্যান্ডের জিতান প্যাটেল।

যদিও খন্ডকালীন চুক্তিতে প্যাটেল ভারত বিপক্ষে সিরিজে দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। এখন তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দিল ইসিবি। আর লুইস এতদিন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে ইসিবির পারফরম্যান্স পরিচালক মো বাবোট বলেন, 'একটি দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করার পরে, আমি তাদের সক্ষমতা সম্পর্কে অনেক আগ্রহী এবং এ কারণেই আমরা তাদের বিশেষজ্ঞের ভূমিকাতে নিযুক্ত করেছি। মার্কাস, জোন এবং জিতান উচ্চ স্তরে তাদের দক্ষতা প্রদর্শন করেছে এবং ভবিষ্যতের বিশাল সম্ভাবনাও দেখিয়েছে।
এই তিনজন বিশেষজ্ঞ কোচ ও প্রধান এবং সহকারী কোচদের পাশাপাশি পূর্ণকালীন মেয়াদে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন কার্ল হপকিনসন। এতে দেশটির ক্রিকেট পরিচালক মনে করছেন, বিভিন্ন অভিজ্ঞতার অধিকারী ব্যাক্তিদের নিয়োগ দেয়ায় ইংল্যান্ডের কোচিং স্টাফ আরো শক্তিশালী হয়েছে।
এ প্রসঙ্গে মো বোবট আরো বলেন, 'আমাদের বর্তমান অভিজ্ঞ ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন পাশাপাশি কাজ করবে। ফলে আমরা একটি শক্তিশালী বিশেষজ্ঞ কোচিং স্টাফ বানিয়েছি, যার প্রত্যেক সদস্যই বিভিন্ন ধরণের অভিজ্ঞতার অধিকারী।'