দুই সপ্তাহের ফলাফলে বদলাবে না ইংল্যান্ডের পরিচয়: রুট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২৩ মে ২৫
ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ১০ উইকেটের ব্যবাধানে হেরেছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে ২২৭ রানে জয়ের পর বাকি দুই টেস্টেই তারা হেরেছে বিশাল ব্যাবধানে। এমনকি সেই ম্যাচ দুটির চার ইনিংসে একবারও দলীয় সংগ্রহ ২০০ রানের কোটা পার করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।
যে কারণে দল হিসেবে ইংল্যান্ডকে নিয়ে চলছে নানা সমালোচনা। তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট মনে করছেন, গত দুই সপ্তাহের ফলাফল দিয়ে দল হিসেবে ইংল্যান্ডকে বিচার করাটা ঠিক হবে না। এটি ইংল্যান্ডের পরিচয়ও বহন করে না। ভারতের বিপক্ষে দুই টেস্ট হারার আগে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে বিশাল ব্যাবধানে জিতেছিল রুটের দল।

এর আগে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের দুই ম্যাচেই লঙ্কানদের ৭ এবং ৬ উইকেটে হারিয়েছিল তারা। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। অর্থাৎ বিদেশের মাটিতে সর্বমশেষ ৮ ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে ইংলিশরা। এ কারণেই গত দুই সপ্তাহের ফলাফল দিয়ে ইংল্যান্ড দলকে বিচার করতে বারণ করলেন রুট।
এ প্রসঙ্গে রুট বলেন, 'আমরা এমন একটি দল যারা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের দুটি চ্যালেঞ্জিং সপ্তাহ গিয়েছি তবে এটি দল হিসাবে আমাদের পরিচয় বহন করে না। আমাদের সামনে এগিয়ে যাওয়া দরকার, বিশেষ কিছু করার সত্যিকারের সুযোগ হিসাবে আমাদের সামনে তাকাতে হবে। আপনি যদি দেখেন গত কয়েক বছরে আমরা কি করেছি,বিশেষ করে বিদেশের মাটিতে।'
'আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি এটা সত্যিই প্রশংসার দাবিদার। আপনি এই সফরের দিকে তাকান এবং আমরা যদি শেষ ম্যাচটি জিতে শেষ করি তবে আমরা ছয় টেস্টের মধ্যে চারটিতেই জয় পেয়েছি। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে চারটিতেই জয় একটি অসাধারণ অর্জন হতে যাচ্ছে। আমার কাছে এটি দুর্দান্ত অনুপ্রেরণা।'
বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে শুরু হবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ এবং শেষ টেস্ট। শেষ দুই টেস্টে হারের পরেও ভারতের মাটিতে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করার ব্যাপারে আত্মবিশ্বাসী রুট। কেননা ভারতের মাটিতে স্পিন উইকেটে সিরিজ ড্র করা তাদের জন্য বিশেষ অর্জন বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে রুট বলেন, 'আপনি সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ভারতের রেকর্ড দেখুন। তারা কিন্তু ঘরের মাঠে অবিশ্বাস্যরকম সাফল্য পেয়েছে। তাই আমাদের কাছে সিরিজে ফিরে আসা সত্যিই ভাল অর্জন হবে। বিশেষত শেষ দুটি ম্যাচে এমন বাজেভাবে হারার পরেও।'