পারফর্ম না করে দলকে নেতৃত্ব দেয়া কঠিন: ফিঞ্চ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেকদিন ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না অ্যারন ফিঞ্চের। তার দল অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায়। তৃতীয় টি-টোয়েন্টিতে এসে অজি অধিনায়ক খেলেন ৪৪ বলে ৬৯ রানের ইনিংস। একইসঙ্গে দল জেতে ৬৪ রানে। তাই তো ফিঞ্চ মনে করছেন, পারফর্ম না করে দলকে নেতৃত্ব দেয়া খুবই কঠিন।
এর আগে ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। আবার কিউদের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচও হেরেছ তারা। গত দুটি সিরিজ হারলেও আধিনায়ক হিসেবে ফিঞ্চ মনে করছেন তিনি ভালোই করছেন।

তিনি বলেন, 'আমি রানের অপেক্ষায় ছিলাম। যখন আপনি পারফর্ম করবেন না অথচ দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তা কখনই সহজ নয়। তবে আমি সর্বদাই দলকে প্রথম রাখি। আমি অনুভব করতে পারি যে এই সময়ে আমার অধিনায়কত্ব অনেক ভালো হচ্ছে। বিগ ব্যাশেও সেটা অব্যাহত ছিল।'
টি-টোয়েন্টি ক্রিকেটে ফিঞ্চ সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ আগে। এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে করেছিলেন ৩৫ ও ০ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে করেছেন ১ ও ১২ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিঞ্চের ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ টি চার এবং ২ টি ছয়ের সাহয্যে। অনেকদিন পর ফর্মে ফিরতে পেরে তাই বেশ উচ্ছ্বসিত অজি অধিনায়ক। আগামীদিনের জন্য তার এই ধরণের ব্যাটিং ধরে রাখাটা খুবই জরুরি বলে মনে করেন তিনি।
ফিঞ্চ বলেন, 'অনেকদিন পর কিছু রান করতে পেরে খুব ভালো লাগছে। প্রথম কয়েকটি বলে আমি কিছুটা দেখে খেলছিলাম। তখন আমি আক্রমণাত্মক হওয়ার বিপরীতে রক্ষণাত্বক খেলছিলাম এবং ক্রিজে টিকে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু যখন আমি আমার সেরাটা খেলি আমি বেশিরভাগই ডাউন দ্যা গ্রাউন্ডে মারতে চেষ্টা করি এবং হাত খুলে খেলি।'
তিনি আরো বলেন, 'ব্যাটসম্যান হিসাবে খারাপ সময়ে রান করাটা খুব কঠিন। আমি জানি আমি এটি আগেও করেছি, আমি এটাও জানি আমি কোনও খারাপ খেলোয়াড় নই। এখন আমার পক্ষে এটি (ভালো ফর্ম) অব্যাহত রাখা খুব জরুরি।'