বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ খেলা হচ্ছে না ফার্গুসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হলেও বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে পাওয়া যাবে না লুকি ফার্গুসনকে। ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন এই পেসার।
পিঠের চোট কাল হয়ে দাঁড়িয়েছিল ফার্গুসনের। গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ায় চলতি মাসেই ঘরোয়া ক্রিকেট শুরু করবেন ডানহাতি এই পেসার। শুরুর দিকে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরার কথা ভাবা হলেও আপাতত টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে খেলা প্রসঙ্গে ফার্গুসন বলেন, ‘এটাই মূলত লক্ষ্য। এটি একটি প্রক্রিয়া তাই চাইলেই আপনি ডাকতে পারবেন না। টিক চিহৃ দেয়ার জন্য কিছু বাক্স রয়েছে তবে এটি যেভাবে হচ্ছে সেটা ভালো।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরলেও ফার্গুসনের চোখ টেস্ট ক্রিকেটে। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মুখিয়ে এই কিউই পেসার। অন্যান্য ফরম্যাটের তুলনায় টেস্ট ক্রিকেট তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে বলে জানিয়েছেন তিনি।
ফার্গুসন বলেন, ‘আমি সবসময় টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলেছি এবং এটি খেলতে চাই। বর্তমানে আমার লক্ষ্য হলো পার্কটিতে ফিরে আসা এবং খেলতে হবে। ছেলেদের টেস্ট খেলা দেখাটা উপভোগ্য, তারা ফাইনালটি নিশ্চিত করেছে। এটি সত্যিই উত্তেজনাপূর্ণ হতে চলেছে।’
২০ মার্চ ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটের লড়াই শেষে মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
২৮ মার্চ হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে কিউইরা। ৩০ মার্চ ও ১লা এপ্রিল হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে নেপিয়ার ও ওয়েলিংটনে।