promotional_ad

শাস্তি পেলেন সাউদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি

১৫ মে ২৫
ইংল্যান্ডের স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি, ইসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানের ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ম্যাচ হারের পর দুঃসংবাদ পেয়েছেন কিউই পেসার টিম সাউদি। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে শাস্তি পেয়েছেন তিনি।


তাঁর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর অপরাধটি প্রথম স্তরের হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি। এর ফলে তাঁকে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে সাউদির নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।


promotional_ad

গত ২৪ মাসের মধ্যে সাউটির এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট। সাউদির অপরাধটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন।  সেই ম্যাচে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের একটি এলবিডব্লিউ এর আবেদন করেছিলেন সাউদি। রিভিউ নেয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার নট আউট দেন।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

২৩ মে ২৫
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

সাউদির সেই সময়ের আচরণ অসম্মানজনক বলে মনে হয়েছে মাঠের আম্পায়ারদের। সাউদি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি শেষে এই শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।


তৃতীয় টি-টোয়েন্টি শেষে সাউদির বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন, মাঠের দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি, ওয়েন নাইটস, থার্ড আম্পায়ার শন হাইগ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। সাউদির ক্ষেত্রে শুধু একটি কার্যকর হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball