promotional_ad

পান্ত-সুন্দরের ব্যাটে ভারতের লিড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

আহমেদাবাদে সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়েছে স্বাগতিক ভারত। ঋষভ পান্তের শতক ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ৬০ রানে ভর করে দ্বিতীয় দিনশেষে ৮৯ রানের লিড পেয়েছে বিরাট কোহলির দল। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান। এর আগে ২০৫ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড।


প্রথম দিন করা ১ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে স্বাগতিকরা। হাতে ছিল ৯ উইকেট। দলের ইনিংস বড় করার দায়িত্ব কাঁধে নিয়ে দেখেশুনেই খেলছিলেন রোহিত শর্মা এবং চেতাশ্বর পূজারা। তবে ব্যক্তিগত ১৭ রানে জ্যাক লিচের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় পূজারাকে।


এরপর মাত্র ১ রানের ব্যবধানে ভারত অধিনায়ক কোহলিকে রানের খাতা খোলার আগেই আউট করেন বেন স্টোকস। টেস্ট অধিনায়ক হিসেবে এই নিয়ে অষ্টমবারের মতো শূন্য রানে আউট হন কোহলি। বিপর্যয়ে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টায় ছিলেন রোহিত।


ভারতীয় এই ওপেনারের ১৪৪ বলে ৪৯ রানের ইনিংসে যখন কিছুটা বিপর্যয় সামাল দিচ্ছিল ভারত, তখনই দলীয় ৮০ রানে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। এই পেসারের বলে ব্যক্তিগত ২৭ রানে ফেরেন রাহানে। রাহানের বিদায়ের পর উইকেটে আসেন পান্ত।


promotional_ad

এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে অবশ্য বেশিদূর এগোতে পারেননি রোহিত। তিনি ফেরেন স্টোকসের দ্বিতীয় শিকার হয়ে। ভারতীয় ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংলিশ অলরাউন্ডার। এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও।


আরো পড়ুন

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

২ ঘন্টা আগে
ভারতের টেস্ট জার্সিতে শুভমান গিল

লাল বলে দুর্দান্ত সময় কাটাতে থাকা এই স্পিনার আউট হন ১৩ রানে, লিচের বলে। দলের ষষ্ঠ উইকেটের পতনের পর সুন্দরকে নিয়ে একটি দারুণ জুটি গড়েন পান্ত। অ্যান্ডারসন-স্টোকসদের বাউন্স আর সুইং সামলে উইলো হাতে দেখিয়েছেন কিভাবে ব্যাট করতে হয়।


৮২ বলে ঋষভ তুলে নেন ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক। এরপরেই কিছুটা মারমুখী ব্যাটিং শুরু করেন উঠতি ভারতীয় এই তারকা ক্রিকেটার। এদিন ব্যাট হাতে উড়েছেন ঋষভ। শতক পূর্ণ করেছেন রুটের বলে ছয় হাঁকিয়ে। পাত্তা দেননি নতুন বলে দুর্দান্ত অ্যান্ডারসনকে।


অর্ধশতকের পর শতক করতে বল খেলেছেন মাত্র ৩৩ টি! ১৩ চার আর ২ ছয়ে সাজানো ইনিংসে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। অবশ্য শতকের পরেই ফিরেছেন সাজঘরে। ১১৮ বলে ১০১ রানের এই ইনিংসেই মূলত ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় ভারত।


অবশ্য এর পেছনে ওয়াশিংটনের সুন্দরের ভ???মিকাও কম নয়। পান্তকে সঙ্গ দিতে গিয়ে অর্ধশতক করেছেন ৯৮ বলে। এরপর ১১৭ বলে ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ক্রিকেটার। ক্রিজে তাঁর সঙ্গী আরেক বোলার অক্ষর প্যাটেল। তিনি অপরাজিত রয়েছেন ১১ রানে। তৃতীয় দিনে এই দুইজনের উপরেই নির্ভর করবে যে, প্রথম ইনিংস শেষে কোথায় থামবে ভারত।


ইংলিশদের হয়ে এখন পর্যন্ত বল হাতে সবচেয়ে সফল অ্যান্ডারসন। ২০ ওভার হাত ঘুরিয়ে ৪০ রানের বিনিময়ে একাই নিয়েছেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন স্টোকস এবং লিচ। তৃতীয় দিনের শুরুতে ইংলিশ বোলারদের উপরে নির্ভর করবে যে ভারতের ইনিংস আরো কত লম্বা হবে।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২০৫/১০ (৭৫.৫ ওভার) (স্টোকস ৫৫; অক্ষর ৪/৬৮)


ভারত (প্রথম ইনিংস): ২৯৪/৭ (৯৪ ওভার) (পান্ত ১০১, ওয়াশিংটন ৬০* অক্ষর ১১*; অ্যান্ডারসন ৩/৪০, স্টোকস ২/৭৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball