promotional_ad

আবারও ব্যর্থ বরুণ, ২ বছর পর ফিরছেন চাহার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

ফিটনেস টেস্টে আবারও ব্যর্থ বরুণ চক্রবর্তী। টানা দুইবার ব্যর্থ হওয়ার ফলে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ২৯ বছর বয়সি এই স্পিনার। তাঁর পরিবর্তে ২ বছর পর দলে জায়গা পেতে পারেন স্পিনার রাহুল চাহার। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হলেও দীর্ঘদিন ধরে দলে ব্রাত্য তিনি। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের জন্য ইয়ো-ইয়ো টেস্টের ন্যূনতম মানদণ্ড বাড়িয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এখন থেকে ভারতীয় ক্রিকেটারদের এই টেস্টে পেতে হবে ন্যূনতম ১৭.১। যেখানে আগের মানদণ্ড ছিল ১৬.১।এছাড়া ফিটনেস পরীক্ষার জন্য নতুন একটি পদ্ধতি যোগ করেছে বিসিসিআই।


promotional_ad

যেখানে বলা হয়েছে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে দুই কিলোমিটার দৌড়ে পার করতে হবে ক্রিকেটারদের। দুইটি পদ্ধতি চালু থাকলেও যেকোনো একটি পরীক্ষা দিতে পারবেন ক্রিকেটাররা। তবে সবার জন্য যেকোনো একটিতে পাশ করা বাধ্যতামূলক। সেখানেই বিপাকে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার।


প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও সুযোগ দিয়েছিল বিসিসিআই। কিন্তু দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়েছেন তিনি। যে কারণে দল থেকে জায়গা হারাতে হচ্ছে তাঁকে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো করার ‍সুবাদে অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। সেবারও ইনজুরির কারণে অজিদের বিপক্ষে খেলা হয়নি তাঁর।


একই পরিণতি দেখতে হলো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে তাঁর সর্বনাশে কপাল খুলছে চাহারের। আইপিএলের গেল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ বোলিংয়ের সুবাদে দলে জায়গা পাচ্ছেন তিনি। টেস্ট দলের স্ট্যান্ড বাই থাকলেও সুযোগ হয়নি তাঁর।


এদিকে ইংলিশদের বিপক্ষে পুরো সিরিজে খেলা নিয়ে শঙ্কা রয়েছে থাঙ্গারাসু নাটারাজনেরও। ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে না পাওয়ায় অপেক্ষা বাড়ছে তাঁর। তবে বিসিসিআই আশাবাদী যে সিরিজের শেষ দিকে পাওয়া যাবে নাটারাজনকে। এ ছাড়া প্রথম ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি রাহুল তেওয়াতিয়াও। দ্বিতীয়বার পরীক্ষা দিলেও এখনও ফলাফল হাতে আসেনি তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball