টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে লম্বা লাফ সোধি-অ্যাগারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন দুই স্পিনার ইশ সোধি এবং অ্যাস্টন অ্যাগার। বোলারদের র্যাঙ্কিংয়ে বাঁহাতি অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাগার আগের ৮ নম্বর থেকে ৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন চতুর্থ স্থানে।
আর কিউই লেগস্পিনার সোধি ঢুকে পড়েছেন সেরা দশে। সর্বশেষ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বল হাতে উজ্জ্বল ছিলেন দুজনই। ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সোধি। ক্যারিয়ার সেরা ২৮ রানে ৪ উইকেটও এই সিরিজে নিয়েছেন এই স্পিনার।

অজিদের বিপক্ষে প্রতি ১২ রানের বিনিময়ে একটি করে উইকেট শিকার করেন তিনি। এমন পারফম্যান্সের পর ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৬৪২) অর্জন করেছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অ্যাগার।
মাত্র ৬.৮৮ গড়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩০ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করে অজিদের সিরিজে টিকিয়ে রেখেছিলেন এই লেগস্পিনার। ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর নতুন অবস্থান ৪ নম্বরে। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খানের পর দুই নম্বরে রয়েছেন প্রোটিয়া স্পিনার তাবরিজ শামসি (রেটিং ৭৩৩)।
৭৩০ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান। সোধি-অ্যাগার ছাড়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রভাব পরেছে আরও দুই স্পিনারের উপর। ছয় নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ড সিরিজে চার উইকেট শিকার করা অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা।
বর্তমানে ৬৬৩ রেটিং পয়েন্ট এই বোলারের। এরপরেই রয়েছেন একই সিরিজে ৬ উইকেট নেয়া মিচেল স্যান্টনার। বর্তমানে তাঁর রেটিং ৬৫৪। বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্পিনারদের জয়জয়কারের মাঝে সেরা দশে একমাত্র পেস বোলার হিসেবে রয়েছেন কিউই ক্রিকেটার টিম সাউদি। ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে রয়েছেন এই পেস বোলার।