পিটারসেনকে পাইলটের ধন্যবাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির মেন্টর পিটারসেন
২৭ ফেব্রুয়ারি ২৫
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খালেদ মাসুদ পাইলটের সঙ্গে আউটের এক ঘটনায় স্পোর্টসম্যানশিপ দেখিয়েছিলেন ইংল্যান্ড লিজেন্ডসের অধিনায়ক কেভিন পিটারসেন। যে কারণে প্রশংসার জোয়ারে ভেসেছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এবার তাঁকে ধন্যবাদ দিতে ভুল করলেন না খোদ পাইলটও।
শ্রীলঙ্কা লিজেন্ডসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের সঙ্গে কথোপকথনের সময় পিটারসেনকে ধন্যবাদ দেন বাংলাদেশ লিজেন্ডসের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই সঙ্গে পিটারসনের বড় মানের খেলোয়াড় বলেও প্রশংসা করেছেন তিনি।

এ প্রসঙ্গে পাইলট বলেন, ‘পিটারসেন অনেক বড় মানের খেলোয়াড়। ওকে (পিটারসেন) ধন্যবাদ দিতেই হয় এমন সিদ্ধান্তের জন্য। কারণ সে আমাকে আবার ফিরিয়ে এনেছিল। আমরা সবাই লিজেন্ডস ক্রিকেট খেলতে এসেছি এবং খেলাটাকে উপভোগ করতে এসেছি। এর মাঝেও ক্রিকেটাররা স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখিয়েছে। ওকে ধন্যবাদ।’
ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডস ব্যাটিং করার সময়। মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ। ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না পাইলটও।
ম্যাচের ১২তম ওভারে ক্রিস স্কোফিল্ডের লেগ বিফোরের আবেদনে সাড়া দিয়ে পাইলটকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর দাবি ছিল বল প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল। কিন্তু সেটি বুঝতে পারেননি অন ফিল্ড আম্পায়ার।
বাংলাদেশ লিজেন্ডসের এই উইকেটরক্ষক যখন মাঠ ছাড়ছিলেন তখন জায়ান্ট স্ক্রিনের রিপ্লে দেখে মাঠের বাইরে যেতে থাকা পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন পিটারসেন। সেদিন রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ব্যাট হাতে ৩১ রান করেছিলেন তিনি। এ ছাড়া মুশফিকুর রহমান বাবুর সঙ্গে পঞ্চার্শো রানের জুটিও গড়েছিলেন তিনি।