promotional_ad

রুবেল-শরিফুল যখন সাংবাদিক!

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। সেখানে পৌছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। অবশেষে গত ১০ মার্চ মিলেছে মুক্ত বাতাসে ডানা মেলে ঘুরে বেড়ানোর সুযোগ।


তাইতো দীর্ঘ এক বছর পর গত দুইদিন নিউজিল্যান্ডের কুইন্সটাউনের মুক্ত বাতাসে রীতিমত যেন উড়ে বেড়ালেন তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা। দুইদিন ঘুরে বেড়ানোর পর এবার নতুন এক ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অভিজ্ঞ পেস বোলার রুবেল হোসেন এবং তরুণ তুর্কি শরিফুল ইসলামের।


সাংবাদিক সেজে দুজনই নিলেন দুজনের সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে ছিল মাঠ এবং মাঠের বাইরের নানা অভিজ্ঞতার কথা। নিউজিল্যান্ডে জয় খরা কাঁটিয়ে ওঠার প্রত্যয়ও ব্যাক্ত করছেন তাঁরা দুজন। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তাই দুজনের সাক্ষাৎকার তুলে ধরা হলো...


শরিফুল- নিউজিল্যান্ডে কেমন লাগছে?


রুবেল: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য সহায্য করে। কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে, পরিকল্পনা অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে।


শরিফুল- আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অনেক অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। তো আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?


promotional_ad

রুবেল: অবশ্যই, কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশাআল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই আমি আমার শতভাগ দেব। সঙ্গে আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য এবং দলের পরিকল্পনা অনুযায়ী প্রয়োগ খুব ভালো করতে হবে। তো এটাই আর কী। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।


শরিফুল- নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোন ম্যাচ জিতেনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো? আপনি কতটুকু আত্মবিশ্বাসী?


রুবেল: ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমাদের যে টিম আছে আমি ব্যাক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী, উইকেটের সাথে, উইকেটটায় গিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। দলের তো অবশ্যই একটা পরিকল্পনা থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।


শরিফুল প্রথমে সাক্ষাৎকার নিয়েছেন রুবেলের। কিন্তু রুবেলও নাছোড়বান্দা। একটু আগেই শরিফুলকে সাক্ষাৎকার দেবার পর নিচেই এবার এই তরুণ পেসারের সাক্ষাৎকার নিতে লাগলেন। ক্রিকফ্রেঞ্জির পাঠকের জন্য এটিও হুবহু তুলে ধরা হলো...


রুবেল- অনুশীলন কেমন চলছে?


শরিফুল: আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে।


রুবেল- নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম ট্যুর।


শরিফুল: উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট। স্ট্যাম্পের বাইরের বলে মার খেতে হবে। শুধু লাইন অ্যান্ড লেংথে ঠিক করে বল করতে হবে।


রুবেল- তোমার প্রস্তুতি কেমন নিচ্ছো? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক কঠিন দল, তো তোমার অনুশীলন কেমন?


শরিফুল: প্রস্তুতি তো আল্লাহর রহমতে ভালোই আছে। ওদের দেশে, ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের পরিকল্পনায় থাকার।


রুবেল- তোমার স্ট্রোক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো বেশি?


শরিফুল: হ্যা স্টক বলটায় মনোযোগ দিচ্ছি, স্ট্যাম্প টু স্ট্যাম্প, হালকা সুইং।


রুবেল- ঠিক আছে, গুড লাক, বেস্ট উইশেস ফর ইউ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball