promotional_ad

ইনজুরিতে মোসাদ্দেক, খেলা হচ্ছে না প্রস্তুতি ম্যাচে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৫ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল বাংলাদেশ। অনুশীলনে চোটে পড়েছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে হাঁটুর চোটে পড়েছেন তিনি। এর ফলে সিরিজের শুরুর আগে প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।


এক বার্তায় বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, 'মোসাদ্দেক হোসেন সৈকত কুইন্সটাউনে প্রথম দিন ফিল্ডিং অনুশীলের সময় হাঁটুর চোটে পড়েছেন। এর ফলে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলা হচ্ছে না।'


promotional_ad

এর আগে মোসাদ্দেককে ছাড়াই প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। স্থানীয় সময় ১৬ মার্চ সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) শুরু হতে যাওয়া ম্যাচে দুই দলের অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

একাদশ সাজানোর সুবিধা বাংলাদেশের ক্রিকেটারের পাশাপাশি নিউজিল্যান্ডের ৫জন স্থানীয় ক্রিকেটারও খেলবেন। সূচি অনুযায়ী, ২০ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এর পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ মার্চ।


ডানেডিনে, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ম্যাচ তিনটি খেলবে এই দুই দল। এরপর ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলো।


প্রস্তুতি ম্যাচের দুই দলের স্কোয়াড:


তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।


নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় তিনজন ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball