promotional_ad

ব্যাটিং 'ক্লিক' করেনি, হতাশ তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এমন হারের জন্য ব্যাটসম্যানদেরকে দায়ী করছেন তামিম ইকবাল। দলে ভালো ব্যাটসম্যান থাকলেও ক্লিক করতে না পারায় হতাশ বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।


টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরিদের বিপক্ষে ভুগতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছক্কা মেরে রানের খাতা খুললেও বোল্টের সোজা বলে লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। ওই ওভারেই বোল্টকে তুলে মারতে গিয়ে ৩০ গজের ভেতরে ক্যাচ আউট হন সৌম্য সরকার।


promotional_ad

শুরু থেকে দেখে শুনে ধীরগতির ব্যাটিং করলেও শেষ পর্যন্ত জিমি নিশামের বলে ৩০ গজের মাঝে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ১৯ রান করা লিটন দাস। টপ অর্ডার ব্যাটসম্যানদের মতো নিচের সারির ব্যাটসম্যানরাও একই পথে হেঁটেছেন। নিজেদের ভুলগুলো ধরতে পেরেছেন বলে দাবি করেছেন তামিম। সেই সঙ্গে পরের ম্যাচে এমন কিছু পুনরাবৃত্তি করতে চান বলে জানিয়েছেন তিনি।


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এখানে বেশ কিছু সফট ডিসমিসাল হয়েছে। আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি যা ক্লিক করেনি। আশা করি ভুলগুলো খুঁজে পেয়েছি এবং পরেরবার সেগুলোর পুনরাবৃত্তি করব না।’


প্রথম ম্যাচে ভালো করতে পারলেও নিজেদের প্রত্যাশা ভালোভাবেই জানা বলে মন্তব্য করেছেন বাঁহাতি এই ওপেনার। ডানেডিনে ভালো না হলেও সামনে ভালো কিছু হবে বলে ধারণা তাঁর। তিনি বলেন, ‘আমাদের কয়েকদিনের প্রস্তুতি ছিল। এটা আমার কাছে নতুন নয়, আমরা নিউজিল্যান্ডে আসছি। আমরা জানি আমাদের প্রত্যাশা কি এবং ভালো কিছুর আশা করি।


বেশ কয়েকটি সিরিজে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে থাকলেও অভিষেক হচ্ছিলো না শেখ মেহেদী হাসানের। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই অভিষেক হয়েছে তাঁর। নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৪ রান করার সঙ্গে বল হাতে ছিলেন দুর্দান্ত।


৬ ওভার বল করে উইকেট না পেলেও ছিলেন দারুণ মিতব্যয়ী। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে ৬ ওভারে মাত্র ১৭ রান দেয়ায় তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন তামিম। ব্যাটিংটা আরও কিছু সময় চালিয়ে যেতে পারলে ভালো লাগতো বলে জানান তিনি। তামিম বলেন, ‘প্রথম শটটি দুর্দান্ত ছিল তবে সেটি সে (শেখ মেহেদী) চালিয়ে যেতে পারলে ভালো লাগতো। সে দারুণ বোলিং করেছে। এই কন্ডিশনে বোলিং করাটা একবারে সহজ নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball