promotional_ad

সৌম্যকে তিনে খেলানোর ব্যাখ্যা দিলেন তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান সিরিজের দলে মিরাজ

২২ মে ২৫
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ, বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল সৌম্য সরকারকে অলরাউন্ডার হিসেবে খেলাতে চায় তারা। সেই সঙ্গে ৭ নম্বরে ব্যাটসম্যানের অভাবও তাকে দিয়ে পূরণ করাতে চায় বাংলাদেশ।


সেই পরীক্ষা-নীরিক্ষা ক্যারিবীয় সিরিজেই শেষ হয়েছে। সেই সিরিজে আবার নাজমুল হোসেন শান্তকে নিয়মিত তিন নম্বরে খেলানো হয়েছিল। যদিও ব্যাট হাতে সফল হতে পারেননি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাঁর পরিবর্তে খেলানো হয়েছে সৌম্যকে।


promotional_ad

৮ উইকেটের ব্যবধানে ম্যাচ হারের পর অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন সৌম্যকে তিনে খেলানোর সিদ্ধান্ত যথার্থ ছিল। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যে কম্বিনেশনে আজকে খেলেছি ওই হিসেবে ৩ নম্বরে ব্যাট করার জন্য সৌম্যই যথার্থ ছিল, যদি খেলোয়াড়দের দেখেন যারা যারা আজ খেলেছে। ওই ছিল ৩ নম্বরে খেলার মতো। এ কারণেই ও তিনে খেলেছে।


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থাকার কারণেই শান্তকে না নিয়ে সৌম্যকে খেলানো হয়েছে বলে জানিয়েছেন তামিম। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বল করতে না পারায় ষষ্ঠ বোলার বিবেচনায়ও তাঁকে নেয়া হয়েছে। তামিম বলেন, ‘নিউজিল্যান্ডে আগে খেলারও অভিজ্ঞতা আছে ওর। এ কারণেই। দ্বিতীয়ত, পাঁচ বোলার নিয়ে খেলেছি। পাঁচ বোলারের মধ্যে কেউ ভালো না করলে ষষ্ঠ বাছাই হিসেবে সৌম্যই আছে। এটাই ছিল কারণ।’


চলতি নিউজিল্যান্ড সফরে সাকিবকে ছাড়াই খেলছে বাংলাদেশ। আর সিরিজের শুরু থেকেই পিঠের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে বল হাতে তাঁর সার্ভিস পাওয়া যাবে না পুরো সিরিজেই। বিকল্প বোলারের পথটা খোলা রাখতেই সৌম্যকে তাই একাদশে নেয়া হয়েছিল শান্তর পরিবর্তে।


তামিম বলেন, ‘আমরা বাংলাদেশে বলেছি- সৌম্যকে ৭ নম্বরে দেখছি। আজকে যে দল খেলেছি, যদি কম্বিনেশন দেখেন- আমাদের ষষ্ঠ বোলার ছিল না। ব্যাক ইঞ্জুরির কারণে রিয়াদ ভাই বোলিং করতে পারছে না। হয়ত পুরো সিরিজেই পারবে না। আমাদের ষষ্ঠ বোলার ছিল সৌম্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball