আমরা ১৩০ রান করার মতো দল না: তামিম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বোলারদের সামনে একেবারে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট ও জিমি নিশামদের পেস তাণ্ডবে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কন্ডিশন কঠিন হলেও বাংলাদেশ ১৩০ রান (মূলত ১৩১) করার মতো দল না বলে মনে করেন তামিম ইকবাল।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কিউই পেসারদের সামাল দিতে না পারার সঙ্গে বেশ কয়েকজন দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার কারণেই এতো অল্প রানে গুটিয়ে গিয়েছেন বলে জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন যে সকালে ব্যাটিং করাটা কঠিন ছিল। সিম হচ্ছিলো, সুইং হচ্ছিলো। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ডিসমিসালগুলো যদি দেখেন, এখানে ৩-৪টা ডিসমিসাল খুবই সফট ছিল। যেগুলা আমরা আশা করি না। যেটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। ১৩০ রান করার মতো আমাদের দল না, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেনো।’
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
৫ ঘন্টা আগে
সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে বাংলাদেশ যে ভালো খেলেনি সেটা অকপটে স্বীকার করে নিয়েছেন তামিম। ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনের কারণেই বাংলাদেশ মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ডানেডিনে যে ভুলগুলো হয়েছে সেগুলো পরবর্তী ম্যাচে পুনরাবৃত্তি করতে চান না বাঁহাতি এই ওপেনার। নিউজিল্যান্ডের মাটিতে ভালো কিছু করতে হলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে বলে জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘অবশ্যই আমরা ভালো খেলিনি, ভুল শট নির্বাচন ছিল দেখেই ১৩০ রান করেছি। ম্যাচে যে ভুল আমরা করেছি, সেগুলো আমাদের সফট ডিসমিসাল ছিল। এগুলো যদি আমরা না পুনরাবৃত্তি করি আর এখানে যদি আমাদের ভালো কিছু করতে হয়, তাহলে কমপক্ষে আমাদের ২৭০-২৮০ রান করতে হবে।’