promotional_ad

ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার তাগিদ মিঠুনের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প  নেই টাইগারদের সামনে। দ্বিতীয় ওয়ানডের আগে দলের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন মোহাম্মদ মিঠুন।


এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন, যেকোনো উইকেটেই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। শেষ ম্যাচে বাজে খেলার পেছনে কন্ডিশনকে দায়ি করেছেন মিঠুন। বাংলাদেশ দল এতো বাজে খেলার মতো দল না বলেই দাবি করেছেন তিনি। তবে ম্যাচটি ক্রাইস্টচার্চে হওয়ায় আশাবাদী মিঠুন।


promotional_ad

এ প্রসঙ্গে মিঠুন বলেন, 'যেকোনো ধরনের উইকেটেই ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচ আমাদের জন্যে খুবই বাজে একটা ম্যাচ ছিল। যদিও কন্ডিশন আমাদের অধীনে ছিল না। এর আগেও বলেছে যে আমরা এত বাজে টিম না এভাবে খেলার জন্য। তারপরও ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই আমরা আশা করবো যে, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে আবার নতুনভাবে নতুন ম্যাচ হিসেবে নিজেদের সেরাটা দেয়ার।'


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৫ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

দলের সব ব্যাটসম্যানরা ভালো না খেললে জয় পাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। সেখানে সব সময়ই বড় স্কোর হয়। তবে প্রথম ওয়ানডেতে ১৩১ রানে অল আউট হয়েছিল। সেই লক্ষ্য আবার ২৮.৪ ওভার বাকি থাকতেই পেরিয়ে গেছে কিউইরা। জিততে হলে ক্রাইস্টচার্চে ২৬০-২৭০ রান করতে হবে বলে মনে করেন মিঠুন।


তাঁর ভাষ্য, 'ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত সবার সেরাটা দিতে হবে। সবসময় একটা জিনিস নিয়ে কথা হয় যে, এখানে এসে প্রথম ১০ ওভারেই ম্যাচ মোটামুটি হাত থেকে বের হয়ে যায়। বিশেষ করে ব্যাটিং সাইডে। আর নিউজিল্যান্ডের উইকেটে নরমালি হাই স্কোরিং ম্যাচ হয়। তো অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে তাদের সঙ্গে লড়াই করাটা খুবই কঠিন।’


‘নিউজিল্যান্ডের উইকেট যেমনই হোক না কেন ওর সাথে মানিয়ে নিয়ে কমপক্ষে ম্যাচ জেতার জন্য যে রান করা দরকার। সেই টার্গেটের দিকে একটা ইউনিট হিসেবে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে, কমপক্ষে বোলাররা যেন ডিফেন্ড করতে পারে এমন একটা সংগ্রহ দেয়ার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball