ফিল্ডাররা ক্যাচ ছাড়বেই: তামিম
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে সিরিজ খুঁইয়েছে তারা। এই পরাজয়ের পিছনে সবথেকে বেশি দায়ী বোধ হয় ফিল্ডাররা। গুরুত্বপূর্ণ মুহুর্তে কিউই ব্যাটসম্যানদের একাধিক ক্যাচ তারা তালুবন্দী করতে পারেননি।
তামিম ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭১ রান যোগ করে। লক্ষ্য তাঁড়া করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে ৩ উইকেট হারায়। এরপর বাংলাদেশ দলকে চেপে ধরেন অধিনায়ক টম লাথাম এবং জিমি নিশাম।

অথচ উইকেটের পিছনে লাথামের সহজ একটি ক্যাচ মিস করেন মুশফিকুর রহিম। এরপর শেখ মেহেদী নিজের বলে নিজেই সেঞ্চুরির পথে থাকা লাথামের ক্যাচ ছেড়ে দেন। পরে ডিপ উইকেটেও একটি ক্যাচ ছাড়েন তিনি। ফলে জয় বঞ্চিত হয় টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল অবশ্য ফিল্ডারদের দোষ দিতে রাজি নন।
এ প্রসঙ্গে তামিম বলেন, 'দেখুন ফিল্ডাররা ক্যাচ মিস করবেই। আমি জানি এটি ক্রিকেটেরই অংশ এবং আপনিও ক্যাচ মিস করতে পারেন, এটা কখনো কখনো কষ্ট দেয়। আমরা যদি আমাদের ঐ দুটি সযোগ হাতছাড়া না করতাম, খেলাটা পুরোপুরি ঘুরে যেত।'
তিনি আরো যোগ করে বলেন, 'কোন অভিযোগ নেই। কেউই তো আর ইচ্ছে করে ক্যাচ মিস করে না। নিজের অজান্তেই এটি সকলের সঙ্গেই ঘটে। পরের যে সুযোগগুলো আসবে আমাদের দুই হাত দিয়ে তা তালুবন্দী করতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের চেপে ধরতে হবে।'