ইংল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন আইয়ার, আইপিএল নিয়েও শঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
৫ মে ২৫
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কাঁধের হাড় সরে যাওয়ায় ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ভারতের দেয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়া করছিল ইংল্যান্ড। ইনিংসের অষ্টম ওভারে কাঁধের ইনজুরি পড়েন তিনি। এরপর তৎক্ষণাৎ মাঠ ছেড়েছিলেন আইয়ার। গেল ৬ মাসে দ্বিতীয়বারের মতো কাঁধের ইনজুরিতে পড়লেন তিনি।

স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার বিসিসিআই জানিয়েছেন তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। যে কারণে শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দিকে তাঁর খেলা নিয়েও শঙ্কা রয়েছে তাঁর।
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১ ঘন্টা আগে
কারণ বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে যেতে হচ্ছে তাঁকে। আইপিএলের এবারের মৌসুমে দিল্লি ক্যাপিটেলসের হয়ে খেলবেন তিনি। গেল মৌসুমে দিল্লিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা হাত ছাড়া করতে হয়েছে তাঁদেরকে।
আইয়ারের ইনজুরিতে অধিনায়ক হিসেবে দিল্লির দায়িত্ব পালন করতে পারেন রিশভ পান্ত। আইয়ারের ফেরার আগ পর্যন্ত তিনিই দায়িত্ব পারবেন তিনি। বর্তমানে দলটির সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি।
এদিকে চলতি সপ্তাহে রয়্যাল লন্ডন কাপ খেলার জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন আইয়ার। ইনজুরি দীর্ঘস্থায়ী হলে সেখানে খেলা নিয়েও শঙ্কা তৈরি হতে পারে তাঁর। আগামী ১৫ জুলাই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।