promotional_ad

কোহলির আচরণে ক্ষুব্ধ লয়েড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলির বিরুদ্ধে আম্পায়ারদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন ইংলিশ আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। মাঠে কোহলিকে নিজের আচরণ সংশোধনের পরামর্শ দিয়ে এই কিংবদন্তি ক্রিকেটার। ভারত অধিনায়ককে আম্পায়ারদের প্রতি আরও শ্রদ্ধাশীল হতেও বলেছেন তিনি।  


ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সূর্যুকমার যাদবের ক্যাচ আউটের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আম্পায়ার্স কল। এ ছাড়া বিতর্ক সৃষ্টি হয় ওয়াশিংটন সুন্দরের ক্যাচ নিয়েও। পুরো ম্যাচ জুড়েই আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় কোহলিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সমালোচনা করার পাশাপাশি তাঁরা যেন ‘আমি জানি না’ বলতে পারেন এমন একটি কলেরও প্রস্তাব করেছিলেন এই ক্রিকেটার।


promotional_ad

কোহলির এমন আচরণেই চটেছেন লয়েড। মাঠে এই ক্রিকেটারের আচরণ সংশোধনের কথাও উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন???াই বলেছেন লয়েড। সেই সাথে ‘আম্পায়ার্স কলের’ প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তিনি।


লয়েড বলেন, ‘কোহলির দাবি, চতুর্থ টি-টোয়েন্টিতে ডেভিড মালান যখন একেবারে নিচু ক্যাচটি ধরেছিলেন, তখন ইংল্যান্ড সফট সিগন্যালের জন্য আম্পায়ারকে চাপ দিয়েছিল। প্রথমত, সফট সিগন্যাল প্রয়োগের উদ্দেশ্যই ছিল মাঠের আম্পায়ারদের আরও কর্তৃত্বের সুবিধা দেওয়া।’


‘আহমেদাবাদে নীতিন মেননের ওপর ইংল্যান্ড চাপ দিয়েছে কিনা জানি না, তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, কোহলি গোটা সফর জুড়েই আম্পায়ারদের উপর চাপসৃষ্টি করেছেন, তাঁদের অসম্মান করেছেন এবং আম্পায়ারদের উপর বিরক্তি দেখিয়েছেন।’- তিনি আরও বলেন।


শুধু এই নয়, ক্রিকেট মাঠে আম্পায়াদের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলেছেন লয়েড। এজন্যে ফুটবলের মতো লাল-হলুদ কার্ডের দরকার হলে তাও করতে বলেছেন তিনি। এছাড়া মাঠে কোহলির এমন আচরণ অন্যদের উপর প্রভাব ফেলে উল্লেখ করে ভবিষ্যতে কোহলিকে আরও সংশোধন হওয়ার পরামর্শ দিয়েছেন এই সাবেক আম্পায়ার।


লয়েড বলেন, ‘আম্পায়ারদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে ম্যাচ পরিচালনা করতে হবে। দরকার হলে, লাল কার্ড, হলুদ কার্ডের প্রচলন করা যেতে পারে। যাতে ওদের হাতে পুরো ক্ষমতা থাকে। ওদের ক্ষমতাহীন মনে হচ্ছে আজকাল। আর কোহলির উচিত আরো সতর্ক থাকা, কারণ ওর কথাবার্তা, আচার-আচরণ সবসময় বাকিদের ওপর প্রভাব ফেলে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball