বাংলাদেশ ক্যাচগুলো নিতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো: টেলর
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
৫ ঘন্টা আগে
ডানেডিনের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠলেও ক্রাইস্টচার্চে বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের কারণে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকটি ক্যাচ না ছাড়লে বাংলাদেশের সুযোগ ছিল বলে মনে করেন রস টেলর। তৃতীয় ম্যাচের আগে টেলর জানিয়েছেন, ক্যাচগুলো নিতে পারলে তরুণ ক্রিকেটাররা চাপে থাকতো।
ম্যাচের শেষ দিকে উইকেটের পিছনে জেমস নিশামের সহজ একটি ক্যাচ মিস করেছিলেন মুশফিকুর রহিম। এরপর নিজের বলে নিজেই সেঞ্চুরির পথে থাকা লাথামের ক্যাচ ছেড়ে দেন শেখ মেহেদী হাসান। পরে ডিপ উইকেটেও একটি ক্যাচ ছাড়েন তিনি। যে কারণে জেতার সুযোগ থাকলেও তা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিলেও বাংলাদেশকে সমীহ করছেন টেলর। ঘরের মাঠে খেলা হওয়ায় তারা কিছুটা স্বস্তিতে থাকতে পারছেন বলে ধারণা তাঁর। বাংলাদেশের মাটিতে খেলতে গেলে আরও বেশি চিন্তিত থাকতে হতো নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে মন্থর কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল বলে মন্তব্য করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে টেলর বলেন, ‘আমার মনে হয় না গেল ম্যাচে জয় থেকে তারা খুব বেশি দূরে ছিল। তারা যদি ওই কঠিন সময়ে কয়েকটি ক্যাচ নিতে পারতো তাহলে আমাদের নতুন ছেলেরা চাপে পড়তো, যারা কিনা এখনও খুব বেশি ম্যাচ খেলেনি। বাংলাদেশ সবসময়ই বিপজ্জনক দল। তাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেললে আরও বেশি চিন্তিত থাকতে হতো। মন্থর কন্ডিশনে তারা খুবই ভালো দল এবং ক্রাইস্টচার্চেও সেরকম মন্থর উইকেট ছিল।’
সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশকে হালকভাবে নেয়ার সুযোগ নেই নিউজিল্যান্ডের। টেলরের মনে করেন, সিরিজ জেতায় ভালো লাগলেও ওয়ানডে সুপার লিগের পয়েন্টের কারণে সহজভাবে নেয়ার সুযোগ নেই। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করবে বলে ধারণা তাঁর।
টেলর বলেন, ‘সিরিজ জয় করায় ভালো লাগছে। কিন্তু এখানে সামনে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টের ব্যাপার আছে। এখানে কোনো কিছুই আগে থেকে বলা যায় না এটা কেবল অনুমান করা যায়। এই পুরো গ্রীষ্ম মৌসুমে আমরা দেখেছি যে কোয়ারেন্টাইন থেকে ফেরার পরে ছন্দে ফিরতে দুই-একটি ম্যাচ লেগেছে। গেল ম্যাচে আমাদের কিছুটা ভাগ্যের সহায়তায় করেছিল। আমি নিশ্চিত যে দারুণ পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ সিরিজ শেষ করতে চাইবে।’