আবারও একই ভুল করলেন স্টোকস

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস
২১ মে ২৫
করোনার কারণে ক্রিকেটে বাড়তি কিছু নিয়মের সংযোজন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে পুনেতে সেই নিয়ম ভেঙেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ভারতের বিপক্ষে খেলতে নেমে বলে লালা লাগিয়ে তিরষ্কারের সম্মুখীন হয়েছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বলে লালা না লাগানোর নিয়ম ভাঙলেন এই ক্রিকেটার।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার। এরপর ইনিংসের চতুর্থ ওভারেই এমন কীর্তি ঘটান স্টোকস। রিচ টপলির ওভারে মাত্রই একটা ডট বল হয়েছে। স্লিপে দাঁড়িয়ে থাকা বল স্টোকসের হাতে পৌঁছালে তাতে লালা লাগান তিনি।

এই অলরাউন্ডারের এমন কাজ অবশ্য তৎক্ষণাৎ ধরা পরে মাঠের আম্পায়ারদের নজরে। পরে দুই অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন এবং বীরেন্দ্র শর্মা ইংল্যান্ড অধিনায়ককে ডেকে সতর্ক করেন। এমন ভুলের পুনরাবৃত্তি ঘটলে শাস্তি সম্পর্কেও অবহিত করেন। অবশ্য সেই ওভারেই স্লিপে দাঁড়িয়ে টপলের বলে শিখর ধাওয়ানের ক্যাচ নেন স্টোকস।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত
১০ মে ২৫
এমন ভুল এবারই প্রথম নয় স্টোকসের জন্য। চলতি সফরেই দ্বিতীয়বারের মতো নিয়ম ভেঙেছেন তিনি। গত মাসে ভারত-ইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলের টেস্টে বলে লালা লাগিয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। সেবারও শুধুমাত্র তিরষ্কারেই সীমাবদ্ধ রয়ে গেছে এই ক্রিকেটারের শাস্তি।
নিয়ম অনুযায়ী, বলে লালা লাগানো হলে খেলা শুরুর আগে বল স্যানিটাইজ করে নিতে হয়। অবশ্য এ নিয়ে আইসিসির শাস্তির বিধানও রয়েছে। প্রতি ইনিংসে ফিল্ডিং করা দলকে সর্বোচ্চ দুইবার সতর্ক করা যাবে। তারপরেও একই ভুল করলে ব্যাটিং দলকে পাঁচ রান পেনাল্টি উপহার দেওয়ার নিয়ম রয়েছে। স???ক্ষেত্রে চলতি ম্যাচে ইংলিশ ক্রিকেটাররা ফের লালা লাগালে বিরাট কোহলিরা পাবে বাড়তি পাঁচ রান।