promotional_ad

রবিবার দেশে ফিরছেন তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেললেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তামিম ইকবালকে। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। ফলে ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরছেন তিনি।


রবিবার রাত ১০ টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তামিম। শনিবার (২৭ মার্চ) ক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ছাড়াও এদিন তাঁর সঙ্গে দেশে ফিরবেন তরুণ পেসার হাসান মাহমুদ।


promotional_ad

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে নির্বাচক ও কোচকে টি-টোয়েন্টি সিরিজ না খেলার কথা জানালেও সেটি প্রকাশ করেননি তাঁরা। তবে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে (১৮ই মার্চ) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন তামিম নিজেই।


আরো পড়ুন

হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ

১১ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো

এদিকে প্রথম ওয়ানডে খেলা হাসান পিঠের ইনজুরির কারণে দেশে ফিরে আসছেন। প্রথম ওয়ানডে খেলার পর আর অনুশীলনই করতে পারেননি তরুণ এই পেসার। দেশে ফেরার পর বিসিবির মেডিক্যাল বিভাগের তত্ত্বাবধানে চলবে তাঁর চিকিৎসা।


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের প্রত্যাশার কথা জানালেও সেটি পূরণ করতে পারেনি তামিমের দল। ডানেডিনে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর ক্রাইস্টচার্চে দল হেরেছে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের কারণে। এরপর তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হারার ফলে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে।


এদিকে ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে মাঠে গড়াবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball