কনওয়েকে বেধে রাখার উপায় খুঁজছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ডেভন কনওয়ে। প্রথম টি-টোয়েন্টি শেষে কনওয়ের ব্যাটিংয়ের প্রশংসা করলেও তাঁকে বেধে রাখার উপায় খুঁজছেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় কনওয়ের। টাইগারদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে মাত্র ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে করেছিলেন ২৭ রান। এরপর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির কাছে গিয়ে আক্ষেপে পুড়তে হয়েছে তাঁকে। দ্বিতীয় ম্যাচে ৭২ রান করা কনওয়ে শেষ ওয়ানডেতে তুলে নেন সেঞ্চুরি।

দলের বিপর্যয়ের মুখে সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। বাংলাদেশকে ৬৬ রানে হারানোর দিনে তিনি অপরাজিত ছিলেন ৯২ রানে। যে কারণে তাঁকে দমানোর উপায় খুঁজছে বাংলাদেশ।
মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
১৬ এপ্রিল ২৫
ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘সে দারুণ ফর্মে আছে, আমার জানামতে গত ৬-৭ ম্যাচে ৫-৬টি ফিফটি করেছে সে। তবে আমরা সুযোগ পেয়েছিলাম তাকে আউট করার, নতুন ব্যাটসম্যান আনার, তবে তাকে আটকানোর উপায় বের করতে হবে।’
মাহমুদউল্লাহর মতে, বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটসম্যানরা আস্থার প্রতিদান দিতে পারেননি। পাওয়ার প্লেতে মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলোদেশ। এরপর আফিফ হোসেন ও সাইফউদ্দিন মিলে ৬৩ রানের জুটি গড়লেও সেটা কেবল হারের ব্যবধান কমিয়েছে। এদিকে অভিষেকে ৩০ রানে ২ উইকেট নেয়া নাসুম আহমেদের প্রশংসা করেছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
তিনি বলেন, ‘বোলার যথেষ্ট ভাল করেছে। নাসুম অভিষেকে দারুণ করেছে। তবে আবারও ব্যাটিংয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছি আমরা, গুচ্ছাকারে উইকেট হারালে, আমার মনে হয় এভাবে করলে হবে না, দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে।’