promotional_ad

আফিফ-নাঈমদের জন্য বড় সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতেও কিউইদের মাটিতে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে সিনিয়ররা না থাকায় তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।


সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। যে কারণে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও দেখা যায়নি তাঁকে। এদিকে ওয়ানডে সিরিজ খেললেও ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টিতে খেলছেন না তামিম ইকবাল। তাঁদের দুজনের মতো এ ম্যাচে খেলা হয়নি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকের।


promotional_ad

আঙুল ও পুরোনো কাঁধের ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। গেল ১৫ বছরে এই প্রথম একসঙ্গে এই তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তামিম না থাকায় লিটনের সঙ্গে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। মিডল অর্ডারে মুশফিক না থাকায় দলে জায়গা হয় আফিফ হোসেনের। দুজনেই উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে।


এদিকে স্পিনার নাসুম আহমেদ ও তরুণ পেসার শরিফুলের অভিষেক হয় এই ম্যাচে। শরিফুল ভালো করতে না পারলে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম। তারা কতটা ভালো ক্রিকেটার সেটা সিনিয়রদের অনুুপুস্থিতিতে বিশ্বকে দেখানোর সুযোগ বলে মানছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক। এ ছাড়া কাউকে এগিয়ে এসে ম্যাচ জেতাতে বলে জানিয়েছেন তিনি।


মাহমুদউল্লাহ বলেন, ‘হ্যাঁ আমার মনে হয় এটি তরুণদের জন্য ভালো একটি সুযোগ, বিশেষ করে নাইম শেখ, আফিফ, দুজন অভিষিক্ত ছিল আজকে তাদের জন্য। এটি তাদের জন্য সুযোগ বিশ্বকে দেখানোর, তারা কতটা ভালো। হ্যা আমরা হয়ত সব সময় সব অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পাবো না, কিন্তু আমাদের সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কাউকে এগিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে সে বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম।’


৬৬ রানের হারের দিনে নিজেদের ‍সুযোগ ছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটা বিফলে গেছে ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করা কনওয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন টি-টোয়েন্টিতেও। অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি। বাউন্ডারিতে ক্যাচ নেয়ার সুযোগ হলেও সেটা ছক্কা হওয়ায় আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশকে।


মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নিচে ছিল। কিন্তু ডেভন যেভাবে ব্যাটিং করেছে, সে তার সাম্প্রতিক ইনিংসগুলোয় ধারাবাহিকভাবে দারুণ খেলেছে। কিন্তু আমাদের সুযোগ ছিল বাউন্ডারিতে, কিন্তু সেটি ছয় হয়ে যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball