এমন হারের পরও ইতিবাচক দিক দেখছেন মাহমুদউল্লাহ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
১৬ এপ্রিল ২৫
হ্যামিল্টনে রবিবার বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। অভিষিক্ত নাসুম আহমেদ প্রথম ওভারে কেবল ১ রান দি??ে তুলে নেন ফিন অ্যালেনের উইকেট। এরপর মার্টিন গাপটিলকেও ফেরান এই বাঁহাতি স্পিনার। কিন্তু অন্য বোলাররা নাসুমের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়। এরপর বরাবরের মতো ব্যাটসম্যানদের ব্যর্থতা সঙ্গে হতশ্রী ফিল্ডিং।
শেষ পর্যন্ত বাংলাদেশকে ৬৬ রানের ব্যবধানে হার দেখতে হয়। তবে এমন হারের পরও ইতিবাচক দিক দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, ম্যাচ হারলেও দলের বোলারদের দোষ দিতে চান না তিনি।ৎ

নিউজিল্যান্ডের দেয়া টার্গেটটা ২০ রান কম হলে তাড়া করাটা কিছুটা সহজ হতো বলে মনে করেন এই অলরাউন্ডার। তবে ম্যাচ হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতা ও বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, দল বারবরই একই ভুল করছে।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিসফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে। ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারানো ম্যাচ জেতায় কোনো সাহায্য করে না, যা আমরা বারবার করছি।’
তবে এমন বড় পরাজয়ের ভেতরেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ব্যাট হাতে ৯ বলে ১১ রান করা এ ক্রিকেটার। দল হারলেও খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাঙ্খা দেখতে পেয়েছেন নাকি মাহমুদউল্লাহ। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে জয়ের তাড়না থাকাটাই সুযোগ তৈরি করতে পারেন বলে ধারণা তাঁর।
তিনি বলেন, ‘একটা ইতিবাচক দিক আমি নিতে চাই, যে ইন্টেন্টটা ছিল, যা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অল আউট হতেই পারেন। কিন্তু অন্তত আপনি যদি দেখাতে পারেন যে আপনি জিততে চান, তাহলে আমাদের সুযোগ থাকতেও পারে।’