promotional_ad

‘সিরিজ হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে রসদ জোগাবে অভিজ্ঞতা’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

ভারতের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ হারলেও এ নিয়ে খুব বেশি আক্ষেপ নেই ক্রিস সিলভারউডের। ইংল্যান্ডের এই প্রধান কোচ মনে করেন, ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে তা অ্যাশেজ ও ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে রসদ জোগাবে। এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের অভিজ্ঞা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস তাঁর।


শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ করে ভারত সফরে যায় জো রুটের দল। সেখানে গিয়েও প্রথম টেস্টে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় ইংলিশরা। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই খেই হারাতে থাকে সিলভারউডের শিষ্যরা। জয় দিয়ে সিরিজ শুরু করা ইংল্যান্ড শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হারে।


promotional_ad

শুধু তাই নয়, সেই সঙ্গে ঘরের মাঠে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলারও সুযোগ হাতছাড়া করে তাঁরা। মূলত ভারতের স্পিনারদের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই এমন পরিণতি দেখতে হয়েছে। তবে এসব নিয়ে আক্ষেপ না করে এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে চায় তাঁরা।


দেশে ফিরে এ প্রসঙ্গে সিলভারউড বলেন, ভারতের বিপক্ষে সব সিরিজ হারলেও একটুও দুঃখিত নই। কারণ পুরো সিরিজে আমাদের দল লড়াই করেছে। বিশেষ করে সীমিত ওভারের সিরিজে আমাদের ছেলেরা সব সময় মরিয়া ছিল। তাই এই হারের প্রভাব ওদের মধ্যে দেখা যায়নি। ওদের জন্য আমি গর্বিত। ফলে আমার মতে সেই সিরিজ থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ও অ্যাসেজে খেলতে নামবে আমাদের দল।’


চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে প্রস্তুতির জন্য ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলেছে ইয়ন মরগানের দল।


টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতেও একই পরিণতি দেখতে হয়েছে ইংলিশদের। সিরিজ হারলেও ক্রিকেটাররা যে অভিজ্ঞতা ক্রিকেটাররা সঞ্চয় করেছে সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস সিলভারউডের। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে ???িয়েছেন যে, ভারতের মাটিতে বিরাট কোহলিদের হারানো খুবই কঠিন।


সিলভারউড বলেন, ‘ভারতে গিয়ে ওদের হারানো খুবই কঠিন। কারণ ঘরের মাঠে ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। তাই হারলেও একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball