promotional_ad

বাংলাদেশের বিপক্ষে অভিষেকের স্বাদ পেয়েছেন মিলনে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের

২৭ এপ্রিল ২৫
করাচির অনুশীলনে অ্যাডাম মিলনে, পিএসএল

নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেলেও আহামরী পারফরম্যান্স দেখাতে পারেননি অ্যাডাম মিলনে। তবুও এই ম্যাচটিকে বিশেষভাবে মনে রাখবেন মিলনে। কারণ এই ম্যাচ দিয়েই প্রায় আড়াই বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন এই পেসার।


নিউজিল্যান্ডের জার্সিতে সর্বশেষ ২০১৮ সালে মাঠে নেমেছিলেন মিলনে। এরপর থেকে ইনজুরির কারণে ২২ গজে নামা হয়নি এই কিউই ক্রিকেটারের। নিউজিল্যান্ডের একাধিক নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে জাতীয় দলের দরজাটা খোলে মিলনের জন্য। টাইগারদের বিপক্ষে প্রত্যাবর্তনের দিনে তাই অভিষেক ম্যাচের মতো অনুভূতি ছুঁয়েছে মিলনে।  


promotional_ad

লম্বা বিরতির পর ফিরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বল করেছেন ৩ ওভার। যেখানে ৩৪ রান খরচ করে আউট করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেনকে। মোটা দাগে যা কিনা গড়পড়তা এক পারফরম্যান্স। তবে সংখ্যা ছাপিয়ে মিলনের কাছে প্রত্যাবর্তনটাই বেশি গুরুত্ব পেয়েছে। নিউজিল্যান্ডের জার্সিতে ফিরতে পারায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বিশেষভাবে মনে রাখবেন বলে জানিয়েছেন ২৮ বছর বয়সি এই পেসার।  


এ প্রসঙ্গে মিলনে বলেন, ‘এটা সত্যিই দুর্দান্ত ছিল, সত্যিই বিশেষ কিছু। অনেক সময় পেরিয়ে যাওয়ায় এটা একদিক থেকে অভিষেক ম্যাচের মতোই লাগছিল। ??্রচুর স্নায়ুচাপ ছিল। তবে কালো জার্সিতে ফিরতে পারাটা সত্যিই দুর্দান্ত কিছু। আমি মনে করি, প্রতিটা ক্রিকেট ম্যাচেই স্নায়ুচাপ থাকে। এটা এই খেলার অবিচ্ছেদ্য অংশ। আপনি সবসময় মাঠে গিয়ে ভালো কিছু করতে চাইবেন।’


নিউজিল্যান্ডের হয়ে ২০১০ সালে অভিষেক ঘটে মিলনের। এরপর ইনজুরি সমস্যায় অনিয়মিত ছিলেন জাতীয় দলে। তবে বর্তমানে পুরোদমে ফিট এই ক্রিকেটারের বর্তমান নজর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৬ সালে এখানে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় দলে জায়গা পাওয়া নিয়েও আত্মবিশ্বাসী ডানহাতি এই পেসার।


তিনি বলেন, ‘যেকোন আইসিসি টুর্নামেন্টেই আপনি নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাইবেন। এর আগেও আমি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এটা অবশ্যই একটা লক্ষ্য। এজন্যে আমার ভালো ক্রিকেট খেলতে হবে। বিশ্বকাপকে সামনে রেখে এমন সময়ে খেলার সুযোগ পাওয়াটা অবশ্যই ইতিবাচক। ভারতের কন্ডিশন এখানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই আমাদের ভিন্ন ভাবে, ভিন্ন পরিকল্পনা নিয়ে বল করতে হবে।’


মিলনে নিউজিল্যান্ডের বিশ্বকাপে দলে জায়গা পাবেন কিনা তা অনেকটাই নির্ভর করবে আসন্ন আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball