promotional_ad

১০ ওভারও খেলতে পারলো না বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

২২ মে ২৫
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশকে ৬৫ রানের ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ১০ ওভারের দৈর্ঘ্যে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রান করে নিউজিল্যান্ড।


জবাবে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৭৬ রানে। এ নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচে হারের মুখ দেখলো টাইগাররা।


নিউজিল্যান্ডের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকারকে ফিরতি ক্যাচে আউট করেন টিম সাউদি। এরপরের বলেই বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশের এই ম্যাচের অধিনায়ক লিটন দাস।


নাইম শেখ টড অ্যাস্টেলকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন মার্ক চ্যাপম্যানের হাতে। একই বোলারের বলে নাজমুল হোসেন শান্ত বোল্ড হয়েছেন ৮ রান করে।


মেহেদী হাসান কোনো রান না করেই আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। শেষ ব্যাটসম্যানদের আর কেউ সেভাবে দাঁড়াতে না পারলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৬ রানে।


promotional_ad

এর আগে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল এবং অ্যালেন। তারা ৫ ওভারেই যোগ করেন ৬৯ রান।


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৬ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

এরপর দারুণ খেলতে থাকা গাপটিলকে ব্যক্তিগত ৪৪ রানে শেখ মেহেদীর বলে মিড কভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তাঁর ১৯ বলের ইনিংসটি সাজানো ছিল ১টি চার এবং ৫টি ছক্কায়।


এর ফলে এই দুই ওপেনারের জুটি ভেঙেছে ৮৫ রানে। গাপটিল ফিরে গেলেও ১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেন। যা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে চতুর্থ দ্রুততম হাফ সেঞ্চুরি।


খানিক পরেই মিড অফে সৌম্য সরকার জীবন দিয়েছেন অ্যালেনকে। এর আগে চতুর্থ ওভারে ২৯ রানে থাকা অ্যালেনের ক্যাচ মিস করেছিলেন মিড অফে ফিল্ডিং করা সৌম্য।


গ্লেন ফিলিপস ৬ বলে শরিফুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। নবম ওভারে শরিফুল নিজের বলে ফিরতি ক্যাচ নিতে গিয়ে আরেকবার জীবন দিয়েছেন অ্যালেনকে। 


২৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন। ১০টি চার এবং ৩টি ছক্কার মার মেরেছেন এই কিউই ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ১১ রান করে মিচেল রান আউট হয়ে ফিরলে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৪১ রান। 


সাংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ১৪১/৪ (১০ ওভার) (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১; শরিফুল ১/২১, মেহেদী ১/৩৪)


বাংলাদেশ- ৭৬/১০ (৯.৩ ওভার) (নাইম ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০; অ্যাস্টেল ৪/১৩, সাউদি ৩/১৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball