এখনো শিখছেন লিটনরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২২ মে ২৫
নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অধরাই থেকে গেল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ৬৫ রানের পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো টাইগাররা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে নাকি এখনো ভালো খেলার কৌশল রপ্ত করছে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
বৃষ্টিবিঘ্নিত ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১০ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধুনা করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ফলে নির্ধারিত ১০ ওভার শেষে কিউদের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ১৪১ রান। লক্ষ্য তাঁড়া করতে নেমে ৯ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

অথচ এবারই যে প্রথম নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ খেলছে বাংলাদেশ এমনটা নয়। এ সফরে ৩ ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিলে মোট ৮ টি সিরিজ খেলতে এসেছিল টাইগাররা, ম্যাচের সংখ্যায় সেটি ৩২টি। তবুও একটি ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
এ নিয়ে তাসমান সাগর পাড়ের দেশটিতে বাংলাদেশের হোয়াইটওয়াশসের সংখ্যা দাড়ালো মোট আটটি। ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন জানালেন, উপমহাদেশের উইকেটে খেলে অভ্যস্ত তারা। তাই নিউজিল্যান্ডের মতো বাউন্সি উইকেটে কিভাবে খেলতে হয় এ নিয়ে শিখছে বাংলাদেশ।
ম্যাচ শেষে লিটন বলেন, 'আমরা ব্যাটিং-ফিল্ডিং কোন বিভাগেই ভালো করিনি। আর এটাই আমাদের হারের মূল কারণ। আমরা সাধারণত উপমহাদেশের উইকেটে খেলে থাকি। আমাদের ভাবতে হবে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে এবং এখানকার বাউন্সি উইকেটে কিভাবে খেলতে হবে বা ভালো করতে হবে। আমরা শিখছি, এখানকার কন্ডিশন এবং উইকেটে কিভাবে খেলতে হয়। আমরা আশা করছি পরেরবার ভালো কিছু হবে।'