ধোনির এক ছক্কায় ভারত বিশ্বকাপ জেতেনি!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয়: গম্ভীর
৭ মে ২৫
২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল ভারত। সেই বিশ্বকাপের কথা মনে পড়লেই ভেসে ওঠে লং অনের ওপর দিয়ে মহেন্দ্র সিং ধোনির সেই ছক্কা। তবে ধোনির সেই এক ছক্কাতেই ভারত বিশ্বকাপ জিতেনি বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। সেই বিশ্বকাপ জয়ের ভিত গড়ে দেয়া অন্যতম এই ওপেনারের মতে, সবার অবদানেই বিশ্বকাপ জিতেছিল ভারত।
সেই বিশ্বকাপে ভারতের হয়ে একজন কিংবা দুজন নয়, অনেকেই সেই টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছিলেন। যেখানে ৯ ম্যাচে ৪৮২ রান করেছিলেন শচীন। শুধু তাই নয়, সেই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার পাঁচ জনের ৪জনই ছিলেন ভারতের।

এ ছাড়া ভারতের হয়ে সেই বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন জহির খান। যেখানে ফাইনালে দুর্দান্ত বোলিং করার সঙ্গে পুরো টুর্নামেন্টে নিয়েছিলেন ২১ উইকেট। আর বল হাতে ১৫টি উইকেট এবং ব্যাট হাতে ৩৬২ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতার সঙ্গে বিশ্বকাপে জেতাতে বড় অবদান রেখেছিলেন। এ দিকে ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়েছিলেন গম্ভীর।
‘আমি ধোনি হলে অন্যদের খেলার সুযোগ করে দিতাম’
২১ মে ২৫
দলের সবার এমন পারফরম্যান্সে বিশ্বকাপ জেতার পরও ধোনির এক ছক্কা নিয়ে বেশি আলোচনা করায় কিছু বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, ধোনির এক ছক্কায় বিশ্বকাপ জেতা সম্ভব হলে যুবরাজের ৬টি বিশ্বকাপ জেতা উচিত ছিল। সেটা বলতে গিয়ে ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজের এক ওভারে ৬ ছক্কা মারার উদাহরণ দিয়েছেন।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এটাতে ( ২০১১ সালের বিশ্বকাপ জয়) সবার অবদান ছিল। আপনি কি জহির খানের অবদানের কথা ভুলে যেতে পারবেন? সে ফাইনালের প্রথম স্পেলে কি করেছিল, যেখানে সে টানা তিন ওভার মেইডেন করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে যুবরাজ সিং কি করেছিল সেটা ভুলে যেতে পারবেন? অথবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীনের টেন্ডুলকারের সেঞ্চুরি।’
তিনি আরও বলেন, ‘আমরা কেন একটি ছক্কার কথা মনে রাখি? যদি একটি ছক্কা আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে তাহলে তো আমি মনে করি যুবরাজের ভারতের হয়ে ৬টি বিশ্বকাপ জেতা উচিত ছিল। কারণ সে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিল (ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে, ডারবানে)।’