কলকাতা-রাজস্থানের প্লে অফ খেলার সম্ভাবনা দেখছেন না স্টাইরিশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
১ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই দাপট দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। গেল মৌসুমের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল। এবারের আসরেও তাঁরাই চ্যাম্পিয়ন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন স্কট স্টাইরিশ।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান এই ধারাভাষ্যকারের মতে, এবারও শিরোপা জিতবে মুম্বাই। তবে এবারের আইপিএলে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের রহমানের রাজস্থান রয়্যালস প্লে অফে খেলতে পারবে না বলে মনে করেন তিনি।

আইপিএল শুরু হলেই ক্রিকেট বিশ্লেষকরা তাঁদের নিজেদের ভাবনাগুলো প্রকাশ করেন। অনেকে আবার টুর্নামেন্ট শুরুর আগে শিরোপা জয়ী হতে পারে কোন দল সেরকম ভবিষ্যদ্বাণীও করে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন স্টাইরিশ।
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
২২ মে ২৫
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে এবারও মুম্বাইয়ের সঙ্গে তুুমুল প্রতিযোগিতা দেখছেন দিল্লির। তাঁর তৈরিকৃত পোল অনুযায়ী, দুইয়ে থেকে এবারের আসর শেষ করবে গেল আসরের রানার্স আপরা। গেল মৌসুমে প্লে অফ খেলতে না পারলেও এবারের আসরে পয়েন্ট টেবিলে তিনে থাকবে পাঞ্জাব কিংস। এমনটাই জানিয়েছেন সাবেক এই কিউই ক্রিকেটার।
এবারের আসরের নিলাম থেকে পাঞ্জাব বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বলে দাবি তাঁর। ঠিক সেকারণেই লোকেশ রাহুলের পাঞ্জাবকে এগিয়ে রাখছেন তিনি। চার নম্বর দল হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ এবারের মৌসুমে প্লে অফ খেলবে বলে বিশ্বাস স্টাইরিশের।
এবারের আসরে প্লে অফ খেলতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস, কলকাতা ও রাজস্থান। স্টাইরিশের তালিকার পাঁচে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এরপরেই রয়েছে মুস্তাফিজের রাজস্থান। ক্রিস মরিসের ফিটনেস সমস্যা ও আর্চারের ইনজুরি কারণে রাজস্থানকে ছয়ে রেখেছেন তিনি।
মরিসের ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠলে এবং আর্চার দ্রুতই ফিরলে রাজস্থান ভালো করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ব্যাটিং দুর্বলতার জন্য তালিকার সাতে রেখেছেন সাকিবের কলকাতাকে। গেল মৌসুমে পয়েন্ট টেবিলে সাতে থেকে টুর্নামেন্ট শেষ করা চেন্নাই সুপার কিংসকে রেখেছেন একেবারে তলানিতে।