আইপিএলের 'মিস্টার কনসিস্টেন্ট' হবেন মালান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
৮ ফেব্রুয়ারি ২৫
ক্যারিয়ারের শুরুর দিকে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করার পরও ইংল্যান্ড দলে জায়গা না পাননি ডেভিড মালান। তবুও থেমে যাননি এই ইংলিশ ব্যাটসম্যান। দেরিতে হলেও ধারাবাহিকভাবে রান করার ফল পেয়েছেন মালান। জাতীয় দলে সুযোগ পেয়ে মালান আরও ধারাবাহিক।
জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করার সঙ্গে নিজেকে তৈরি করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে। বাবর আজমকে টপকে গেল বছর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর এখনও সেই জায়গা ধরে রেখেছেন। জাতীয় দলের মতো পাঞ্জাব কিংসের হয়েও মালান ধারাবাহিকতা বজায় রাখবেন বলে বিশ্বাস ক্রিস জর্ডানের। তিনি মনে করেন, মালান আইপিএলের 'মিস্টার কনসিস্টেন্ট' হবেন।

এক ভিডিও বার্তায় জর্ডান বলেন, ‘আমি মনে করি বিশ্ব র্যাঙ্কিং সম্ভবত তার পক্ষেই কথা বলবে। সে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। সে খুবই ধারাবাহিক, কম বা বেশি যা সে করেছে। আপনি খেয়াল করে দেখবেন সে যখন প্রস্তুত হয় তার কসরত এবং পুরো রুটিন সত্যিই ধারাবাহিক।’
ব্যাট হাতে রান না পেলেও আবেগপ্রবণ হন না বলে জানিয়েছেনি জর্ডান। তিনি বলেন, ‘সে রান পেলেও যেমন, রান পেলেও একই রকম থাকে। যতটা সম্ভবত সে আবেগ থেকে দুরে থাকতে চেষ্টা করে। যা তার পারফরম্যান্সে লক্ষণীয়। আমি আশা করি আমরা তাকে মিস্টার ধারাবাহিক হিসেবে ডাকবো। সে যদি আইপিএলে ঠিকঠাক মতো করতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে দেড় কোটি রুপিতে মালানকে দলে নিয়েছে পাঞ্জাব। মালান চলে আসার ফলে শক্তি বেড়েছে পঞ্জাবের। ওপেন করার পাশাপাশি তিনি তিন নম্বরে ব্যাট করতে পারেন তিনি।
আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে আইপিএলের ১৪তম আসরের। যেখানে ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে লোকেশ রাহুলের দল।