promotional_ad

ভুলের পুনারাবৃত্তি নয়, লঙ্কা জয়ই উদ্দেশ্য সুজনের

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন জানালেন, ভুলের পুনরাবৃত্তি করতে চায় না তার দল। শ্রীলঙ্কার চেনা কন্ডিশনে সেরা ক্রিকেট খেলতে চান ক্রিকেটাররা। আর সেটা করতে পারলে লঙ্কা জয়টা অসম্ভব নয় বলেও মনে করেন তিনি।


বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। বিশেষ করে চট্টগ্রাম টেস্টের চার দিন ভালো খেলেও পঞ্চম দিনে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে হেরে যায় টাইগাররা। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়েছিল দল। সেখানে টেস্ট ম্যাচ না থাকলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ধবল ধোলাই হতে হয়েছে তাদের।


promotional_ad

সুজন তাই আর পুরনো ভুলের পুনারাবৃত্তি করতে চান না। পাঁচ দিনের টেস্টে সেশন বাই সেশন ধরে ধরে খেলাই লক্ষ্য দলের। আর নিজেদের সেরা ক্রিকেটটা খেললে জয়টাও অসম্ভব নয় বলে মনে করেন তিনি। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন।


সেখানেই জানালেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। রেজাল্ট কি হবে...। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাইনা। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’


‘যদিও আমরা শেষ টেস্ট ভালো করতে পারিনি। আমরা জানি আমাদের সামর্থ্য আছে। তবুও আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলব। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। যদি আমরা জানিনা এর আগে ক্যান্ডিতে খেলছি কিনা, কিন্তু কলম্বোতে খেলেছি, সেখানকার কন্ডিশনটা জানা আছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, আমি মনে করি আমরা সামর্থ্যবান।’


নিজেদের মাটিতে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ। এটা জানা আছে বাংলাদেশেরও। তবে শ্রীলঙ্কার পূর্বে খেলা অভিজ্ঞতা থাকায় বাংলাদেশেরও অজানা নয়। নিজেদের সেরা ক্রিকেটটা খেললে সেখানে ভালো করা সম্ভব বলে মনে করেন সুজন।  


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কন্ডিশনটা আমরা জানি ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball