promotional_ad

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নেই হেড-ওয়েড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম

২৫ মার্চ ২৫
ব্রিসবেন স্টেডিয়াম, যার ডাকনাম গ্যাবা

ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২১-২২ মৌসুমের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার। আগের মৌসুমে ২০ জন থাকলেও এবার চুক্তিতে রাখা হয়েছে ১৭ জনকে।


এই চুক্তিতে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড ও ম্যাথু ওয়েডের। সেই সঙ্গে চুক্তি থেকে বাদ পড়েছেন জো বার্নস, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস।


ইনজুরির কারণে এই চুক্তিতে বিবাচনা করা হয়নি তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কিকে। ফিট থাকলে আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে নিয়মিতই ওপেনিং করতে দেখা যাবে তাকে।


promotional_ad

এই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে বড় চমক ক্যামেরন গ্রিন। এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ব্যাট হাতে ২৩৬ রান সংগ্রহ করেছিলেন।


আরো পড়ুন

গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড

৯ মার্চ ২৫
২০২২ সালের আইপিএলে গুজরাটের হয়ে খেলেন ম্যাথু ওয়েড, ফাইল ফটো

এ ছাড়া এই মৌসুমে সেফিল্ড শিল্ডে ৭৬.৮৩ গড়ে  ৯২২ রান সংগ্রহ করেছেন তিনি। এমন পারফরম্যান্সের সুবাদেই ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে জায়গা পেয়েছেন তিনি।


এদিকে ভারতের বিপক্ষে ব্যাট হাতে সুবিচার না করলেও শেফিল্ড শিল্ডে রানের বন্যা বইয়ে দিয়েছেন হেড। ৭ ম্যাচে ৬৮.৬৯ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯৩ রান।


ভারতের বিপক্ষে সবকটি টেস্টেই খেলেছিলেন ওয়েড। তবে তিনিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। এর ফলাফল স্বরূপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন তিনি।


চুক্তিতে থাকা ক্রিকেটারদের বিভিন্ন মানদণ্ড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। অজি ক্রিকেটারদের সর্বনিম্ন পারিশ্রমিক ধরা হয়েছে ৩ লাখ ডলার। আর এই ক্রিকেটারদের গড় পারিশ্রমিক ৮ লাখ ডলারের কিছু বেশি।


ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball