সুপার ওভারে হারতে হারতে ক্লান্ত উইলিয়ামসন
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
কেন উইলিয়ামসন, সুপার ওভার এবং হার। এই তিনটে শব্দ যেন একই সুতোয় গাঁথা। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো সুপার ওভারে গিয়ে আরও একটি হার দেখতে হলো উইলিয়ামসনকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রথম সুপার ওভারে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য সুপার ওভারে যাওয়ারই কথা ছিল না। কারণ শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। উইলিয়ামসন উইকেটে থাকলেও ম্যাচ জিততে চাওয়াটা একেবারে সহজ ছিল। তবে প্রথম ৩ বলে ১২ রান আসলে অনেকটা নিশ্চিত হয়ে যায় হায়দরাবাদের।

শেষ ৩ বলে যখন ৪ রান দরকার তখন উইকেটে থাকা উইলিয়মাসন আর জগদ্বেশা সূচিথ মিলে তুলেছেন মোটে ৩ রান। তাতে এবারের আসরে প্রথমবারের মতো সুপার ওভারে গড়ায় ম্যাচটি। যেখানে দিল্লিকে ৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় হায়দরাবাদ। সুপার ওভারের শেষ বলে জয় নিশ্চিত করে দিল্লি।
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২ ঘন্টা আগে
তাতে সুপার ওভারে আরও একবার হারের মুখ দেখতে হলো উইলিয়ামসনকে। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৬ বার সুপার ওভারের ম্যাচে ছিলেন তিনি। যেখানে ৬টিতেই হেরেছে তাঁর। তাঁর ক্যারিয়ার সবচেয়ে বড় সুপার ওভারের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।
যেখানে ইংল্যান্ডের সমান সংখ্যক রান করেও বাউন্ডারির হিসেবে প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখা থেকে বঞ্চিত হন উইলিয়ামসনরা। এ ছাড়া গেল বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে একই সিরিজে দুটি সুপার ওভারে হার দেখতে হয়েছে উইলিয়ামসনের দলকে। এবার হারলেন আইপিএলে।
৫১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতাতে না পারায় তাই আক্ষেপটা বেশি এই কিউই ক্রিকেটারের। সেই সঙ্গে সুপার ওভারে হারতে হারতে ক্লান্ত হয়েছেন বলে জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘সুপার ওভারে পরাজিত হতে হতে আমি ক্লান্ত হয়ে গেছি।’
ক্রিকেটের মতো খেলায় এটি খুবই অস্বাচ্ছন্দ্যপূর্ণ বলে মনে করেন উইলিয়ামসন। তবে এটিকে সমর্থনও করছেন তিনি। তাঁর ধারণা এটি খুবই উত্তেজনাপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বিষয়গুলো টাইয়ের মাধ্যমে শেষ হতে পারে সেগুলো ক্রিকেটের মতো খেলায় এটি সত্যি অস্বাচ্ছন্দ্যপূর্ণ। কিন্তু আমি মনে করি এটি খুবই উত্তেজনাপূর্ণ।’