আইপিএল ছেড়ে দেশে ফেরার ভাবনায় স্মিথ-ওয়ার্নার!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এরা হলেন অ্যান্ডুর টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা। এর মধ্যে টাই দেশে ফিরে গেলেও বাকিদুজন অপেক্ষায় আছেন বাড়ি ফেরার। এবার শোনা গেল, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও বাড়ি ফেরার পরিকল্পনা করছেন!
করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ করে মানুষ। মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। যে কারণে দেশটির সঙ্গে সবধরনের বিম??ন যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

যা বহাল থাকবে আগামী ১৫ মে পর্যন্ত। মূলত দেশে ফেরা নিয়ে শঙ্কার কারণেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু টাই ফিরে গেলেও রিচার্ডসন এবং জ্যাম্পা আটকা পরেছেন মুম্বইয়ে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তাঁদেরকে দেশে ফিরিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এদিকে স্মিথ-ওয়ার্নারদের দেশে ফেরার বিষয়ে ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, 'আরও দুজন অস্ট্রেলিয়ান বাড়ি ফেরার ভাবনায় আছেন। এরা হলেন স্মিথ আর ওয়ার্নার। সব উপায় বন্ধ হওয়ায় আগেই হয়তো দুজন অস্ট্রেলিয়া ফিরে যাবেন।'
কোচ ও ধারাভাষ্যকার এবং ক্রিকেটার মিলিয়ে আইপিএলে জড়িত রয়েছেন অস্ট্রেলিয়ার আরও ৩০ জন। করোনার প্রকোপ বাড়ায় আইপিএল শেষে দেশে ফেরার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশেষ চাটার্ড ফ্লাইটের অনুরোধ করেছেন ক্রিস লিন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আইপিএলের সঙ্গে জড়িতদের নিজেদের অর্থে অস্ট্রেলিয়ায় ফিরতে হবে।
এদিকে আইপিএল শেষ করে তবেই দেশে ফিরতে চান লিন। যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে চাটার্ড ফ্লাইটের দাবি করেছেন এই ওপেনার। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএল পারিশ্রমিকের একটা অংশ বোর্ডও পেয়ে থাকে। সেই অধিকার থেকেই লিন জানিয়ে রাখলেন তার অনুরোধ।