promotional_ad

কোহলির ফাঁদে পা দেননি জেমিসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

১ ঘন্টা আগে
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কিউই পেসার কাইল জেমিসন। আইপিএলের ঠাঁসা সূচির মধ্যেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নিচ্ছেন।


এই বিশ্ব আসরের ফাইনাল হবে ডিউক বলে। এজন্য নিউজিল্যান্ড থেকেই কয়েকটি বল নিয়ে এসেছেন তিনি। সময় পেলেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সেই বলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত।


promotional_ad

বেঙ্গালুরুর নেট অনুশীলনে জেমিসনের সেই ডিউক বলে অনুশীলন করতে চেয়েছিলেন বিরাট কোহলি। তবে নিজ দলের অধিনায়কে মানা করে দিয়েছেন জেমিসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনা খোলাসা করেছেন বেঙ্গালুরুর আরেক ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ান।


মূলত ডিউক বলে জেমিসনকে খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা সেরে নিতে চেয়েছিলেন কোহলিও। তবে অধিনায়কের পাতা সেই ফাঁদে পা দেননি জেমিসন।


এ প্রসঙ্গে ক্রিস্টিয়ান বলেন, 'বিরাট খুব চালাক। নেটে অনুশীলন করার পর বিরাট, জেমিসন আর আমি বসে ছিলাম। সেই সময় দুজনের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল। বিরাট তখন বলে, জেমি তুমি তো ডিউক বলে অনেক বল করেছ। জেমি উত্তর দেয়, হ্যাঁ আমার কাছে দুটো ডিউক বল রয়েছে। আমি ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাওয়ার আগে ওই বলে অনুশীলন করব।'


কোহলিকে জেমিসন মানা করে দেয়া প্রসঙ্গে ক্রিস্টিয়ান বলেন, 'তখনই বিরাট বলে, তুমি আমাকেও নেটে ওই বলে বল করতে পার। তোমার বল খেলতে পারলে আমারও ভাল লাগবে। জেমি সঙ্গেসঙ্গেই সেই আবেদন মানা করে বলে, না আমি তোমায় বল করব না। আসলে বিরাট চেয়েছিল জেমির বল ছাড়ার ধরন আয়ত্ত করতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball