promotional_ad

ক্যাচ মিস খেলারই অংশ: তাইজুল

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মিরাজ-তাইজুলের ব্যাটে বড় লিডে চোখ বাংলাদেশের

২৯ এপ্রিল ২৫
মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

গত কয়েকটা সিরিজ ধরে ক্যাচ মিস করা বাংলাদেশের ফিল্ডারদের নিয়মিত দৃশ্য। যা অব্যাহতে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও। দ্বিতীয় টেস্টের দুই দিনেই বাংলাদেশের ফিল্ডাররা ছেড়েছেন একাধিক ক্যাচ। দিনের খেলা শেষে তাই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানালেন, ক্যাচ মিস খেলারই অংশ।


প্রথম দিন ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কার উইকেট পড়েছিল মাত্র একটি। দ্বিতীয় দিন পড়েছে মোট ৫টি উইকেট। সম্ভাবনা ছিল আরো ২টি উইকেটের। যদি না এ্যাঞ্জেলো ম্যাথুসের কট বিহাইন্ডের আবেদন করতেন বোলার, ফিল্ডার কিংবা আধিনায়ক। এদিকে ১০ রানের ফিরতে পারতেন পাথুম নিসাঙ্কাও।


promotional_ad

আবু জায়েদ রাহির বলে পয়েন্টে দাঁড়ানো তাইজুল লুফে নিতে পারেননি নিসাঙ্কার হাফ চান্স ক্যাচ। চেষ্টা করলে হয়ত পারতেনও। তাই সংবাদ সম্মেলনে দায় হিসেবে দাড় করালেন সেই প্রবাদ বাক্যটি, 'ক্যাচ মিস খেলারই অংশ।' তবে এটাও স্বীকার করলেন ঐ ক্যাচটা ধরলে আরো ভালো জায়গায় থাকত বাংলাদেশ।


তাইজুল বলেন, 'সচরাচর টেস্ট ম্যাচে আমি পয়েন্টেই ফিল্ডিং করে থাকি। পয়েন্টে অথবা শর্ট গালি, পরিস্থিতির ওপর নির্ভর করে। তো ক্যাচ মিস খেলার একটা অংশ। কিন্তু ওই সময়ে ক্যাচ মিসটা হয়ত আমাদের টিমকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, হয়ত ওই ক্যাচটা ধরতে পারলে আরও অনেক ভালো পজিশনে থাকতাম। তবে এমন কিছু না, যে পয়েন্টে আমি ফিল্ডিং করি না।'


দ্বিতীয় নতুন বলে আগের দিন খেলা হয়েছিল মাত্র ৫ ওভার। টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বল বেশ নতুন। তিন পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি এবং শরিফুল ইসলামকে দিয়ে তাই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করালেন বাংলাদেশের আধিনায়ক মুমিনুল হক। তাতে মিলেছে সাফল্যও বাংলাদেশ পেয়েছে ৩ উইকেট যার সবকয়টি তাসকিনের।


এ কারণে স্পিনারদের কাজটা সহজ হয়েছে বলে মনে করেন তাইজুল। তিনি বলেন, 'ওভারল চিন্তা করলে সবাই ভালো বোলিং করছে, রান চেক বোলিং করছে। আর তাসকিন অনেক বেশি ভালো বোলিং করেছে, যেটার জন্য আসলে আমাদের স্পিনারদের রান চেক বোলিং করাটা সহজ হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball