promotional_ad

স্মিথ-ওয়ার্নারদের চাটার্ড ফ্লাইট দেবে না অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক

১২ ফেব্রুয়ারি ২৫
বল হাতে মিচেল স্টার্ক, বিসিসিআই

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রায় ৪ লাখ করে মানুষ। এমন অবস্থাতেও ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। যদিও কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস শিবিরে করোনার আঘাত হানায় স্থগিত করে দেয়া হয়েছে সোমবারের ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে ম্যাচের আগে করোনা আক্রান্ত হয়েছেন প্যাট কামিন্সসহ কলকাতার দুই ক্রিকেটাররা।


ভারতের এমন পরিস্থিতিতে বেশ কয়েকদিন আগে আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্র টাইরা। তবে এখন কেউ দেশে ফিরতে চাইলে তাঁদের জন্য কোনো চাটার্ড ফ্লাইট দেয়া হবে না বলে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলে।


promotional_ad

গেল সপ্তাহে ভারতের সঙ্গে সকল প্রকার বিমান যোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। যা অব্যাহত থাকবে ১৫ মে পর্যন্ত। এ ছাড়া দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে, এই মুহূর্তে ভারত থেকে কেউ অস্ট্রেলিয়ায় ফিরলে হতে পারে ৫ বছরের জেল।


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

শুধু তাই নয়, তাঁদেরকে ৬৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানাও গুনতে হবে। তাতে অনেকটা বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। বেশ কদিন আগে আইপিএল শেষে দেশে ফিরতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে চাটার্ড ফ্লাইটের প্রস্তাব রেখেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ক্রিস লিন। আইপিএল শেষ হলে সেটা করা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সিএ। তবে এখন সেই সুযোগ নেই বলে জানান হকলে।


এ প্রসঙ্গে হকলে বলেন, ‘এই মুহূর্তে কোনো চাটার্ড ফ্লাইটের পরিকল্পনা নেই। তারা সবাই ঠিক আছে কিনা এবং সবার তথ্য পেতে আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, খেলোয়াড়দের এবং বিসিসিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং কথা বলছি।’


স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও কামিন্সসহ মোট ১৪ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবারের আইপিএলে খেলছেন। এদিকে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত রয়েছেন রিকি পন্টিং ও মাইক হাসির মতো সাবেকরা। এ ছাড়া ধারাভাষ্যকক্ষে রয়েছেন ব্রেট লি, ম্যাথু হেইডেন এবং মাইকেল স্ল্যাটারের মতো সাবেক অজি ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball